চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন মোরাকোট

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকার দিকে ধেয়ে আসছে টাইফুন ‘মোরাকোট’। আজ শনিবার টাইফুনটি ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে। প্রদেশটি থেকে গতকাল শুক্রবার ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ৩০ হাজারের বেশি নৌকাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর এএফপির।
বিবৃতিতে বলা হয়, ফুজিয়ান প্রদেশের ২১ হাজার ১৯০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ৩৪ হাজার নৌকাকে বন্দরে ফিরে আসার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রাদেশিক সরকার গতকাল মুঠোফোনে ৮০ লাখ ৪০ হাজার মেসেজ পাঠিয়ে লোকজনকে টাইফুনের গতিবিধি জানিয়ে সতর্ক করেছে।

No comments

Powered by Blogger.