অস্ত্র সমর্পণে রাজি হামাস, তবে...
ওদিকে সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পুনর্ব্যক্ত করেছেন যে, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র গ্রহণযোগ্য সমাধান হলো দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান। যা আন্তর্জাতিকভাবে আগে থেকেই স্বীকৃত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানাল রাদওয়ান দোহা ফোরাম ২০২৫-এ বক্তব্য রাখেন। তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা পরিষ্কার। এর বাইরে গিয়ে নতুন করে সংজ্ঞা তৈরি করার প্রয়োজন নেই। তিনি আরও জোর দিয়ে বলেন, ইতিমধ্যে যে বিষয়গুলোতে সমঝোতা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব গৃহীত ও সবাই স্বাগত জানিয়েছে- এসবের পুনঃআলোচনা বা পুনঃসংজ্ঞায়ন নেয়া যাবে না।
রাদওয়ান বলেন, আমরা আর ফিরে গিয়ে যুদ্ধবিরতি, নিরস্ত্রীকরণ কিংবা গাজায় ফিলিস্তিনি নেতৃত্বে প্রশাসন পরিচালনার নতুন সংজ্ঞা তৈরি করতে পারি না। তিনি আরও যোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় সবাই মনে করেন দুই রাষ্ট্র সমাধানই একমাত্র বাস্তব পথ। যদি তা-ই হয়, তাহলে এখন প্রশ্ন- এটি বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন পক্ষ কী করবে?

No comments