গাজায় সংযম দেখানোর আহ্বান যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি হামলা অব্যাহত। এ জন্য সব পক্ষকে সংযম প্রদর্শন এবং চুক্তির অঙ্গীকার রক্ষা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মিয়ামিতে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা বলেন। শনিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে চার মধ্যস্থতাকারী দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ১০ অক্টোবর কার্যকর হওয়া ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ পর্যালোচনা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ওই বৈঠক অনুষ্ঠিত হয় এমন এক প্রেক্ষাপটে, যখন গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, শুক্রবার বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেয়া একটি স্কুলে ইসরাইলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হন। এতে করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি গোলাবর্ষণে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে প্রায় ৪০০ জনে পৌঁছেছে। স্টিভ উইটকফ এক্সে দেয়া এক বিবৃতিতে বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতিটি অংশের প্রতি আমাদের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি এবং সব পক্ষকে তাদের দায়িত্ব পালন, সংযম দেখানো এবং পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

No comments