চীনা প্রতিষ্ঠান শিনের বিরুদ্ধে শিশুবৎ যৌন পুতুল বিক্রির অভিযোগ
চীনের ই-কমার্স প্লাটফর্ম শিনের বিরুদ্ধে অনলাইনে সেক্স ডল বা যৌন পুতুল বিক্রির অভিযোগ উঠেছে। ফ্রান্সের ভোক্তা পর্যবেক্ষক সংস্থার তরফে এ অভিযোগ দেয়া হয়েছে। সংস্থাটির তরফে বলা হয়, অনলাইনে শিশুর মুখাবয়ব সদৃশ যৌন পুতুল বিক্রি করছে এশিয়ার ই-কমার্স ওই প্লাটফর্ম। যা শিশু পর্নোগ্রাফির নির্দেশক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ফ্রান্সের ভোক্তা বিষয়ক ও জালিয়াতি নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিজিসিসিআরএফ বলেছে, পুতুলগুলোর অনলাইন বর্ণনসা এবং শ্রেণীবিন্যাস বিষয়বস্তু হিসেবে পর্নোগ্রাফির দিকে সন্দেহ প্রবল করে।
যদিও শিন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পণ্যগুলোর সম্পর্কে প্রশ্ন ওঠায় তারা ইতিমধ্যেই সেগুলো ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছেন। কিভাবে ওই যৌন পণ্যগুলো বিক্রির তালিকায় প্রদর্শন করা হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানটি। পাশাপাশি অন্য বিতর্কিত পণ্যগুলো সরিয়ে নেয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। বিশেষ করে তৃতীয় পক্ষের মাধ্যমে যেসব পণ্য তাদের বিক্রি তালিকায় যুক্ত হয়েছে সেগুলো খতিয়ে দেখছে শিন। প্যারিসে নিজেদের বিক্রয় কেন্দ্র খোলার প্রস্ততি নেয়ার প্রাক্কালে এমন অভিযোগের মুখোমুখি হলো শিন। ফলে অনেকটা বেকায়দায় পড়েছে এই সুপার ফ্যাশন ই-কমার্স প্রতিষ্ঠান।

No comments