মুম্বাইয়ে আচমকা জিম্মি হওয়া ১৭ শিশুকে উদ্ধার করেছে পুলিশ

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে এক ব্যক্তির হাতে জিম্মি হওয়া শিশু ও প্রাপ্ত বয়স্কদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর পৌনে দুইটার দিকে খবর পেয়ে বিশেষ এক অভিযানের মাধ্যমে অপহৃত ১৭ শিশু ও দুই প্রাপ্ত বয়স্ককে উদ্ধার করেছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা প্রথমে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের চেষ্টা করলেও জিম্মিকারী ব্যক্তি একগুঁয়ে আচরণ করায় বলপ্রয়োগ করে ভবনে প্রবেশ করতে হয়। পরে সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। জিম্মিকারীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ। যদিও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনাটি ঘটে মুম্বাইয়ের পওয়াই এলাকার ব্যস্ত মহাবীর ক্লাসিক ভবনে। যেখানে একটি বিদ্যালয়ে অভিনয়ের অডিশন চলছিল। সেখানেই ওই ব্যক্তি হঠাৎ ঢুকে শিশুদের জিম্মি করে ফেলে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি নিজেকে রোহিত আর্য নামে পরিচয় দিয়ে বলছেন, তিনি কয়েকজনের কাছে কিছু প্রশ্ন করতে চান। জিম্মিকারী বলেন, আমার দাবি সাধারণ, নৈতিক ও আদর্শিক। আমি সন্ত্রাসী নই, অর্থও চাই না। ভিডিওতে তাকে ক্রমাগত হুমকি দিতে দেখা যায়। ওই ব্যক্তি বলেন, একটিমাত্র ভুল পদক্ষেপই আমাকে উত্তেজিত করবে। প্রয়োজনে ভবনে আগুন লাগিয়ে দেয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি এয়ারগান ও কিছু রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। মুম্বাইয়ের উপ-পুলিশ কমিশনার দত্তা নালাওয়াড়ে সাংবাদিকদের বলেন, জিম্মিকারী সশস্ত্র ছিলেন কি না, তা তদন্ত শেষে বলা যাবে। এখনও পর্যন্ত জানা যায়নি রোহিত আর্য আসলে কে এবং তিনি কাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য অনুসন্ধান করছে। 

mzamin

No comments

Powered by Blogger.