পাকিস্তানের সেনাপ্রধানের হুঙ্কার: অস্তিত্ব সঙ্কটে পড়লে আমরা অর্ধেক দুনিয়াকে নিয়ে ডুবে যাব

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে ‘পরমাণু যুদ্ধের’ হুমকি দিয়েছেন। ফ্লোরিডার ট্যাম্পায় এক অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে, তাহলে তারা ‘অর্ধেক পৃথিবীকে ধ্বংস করে ফেলবে।’ এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। খবরে বলা হয় পাকিস্তানি সেনাপ্রধান বলেছেন, আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে অর্ধেক দুনিয়াকে নিয়ে যাব। এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে তৃতীয় দেশের বিরুদ্ধে পাকিস্তানের পরমাণু হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে।

মুনির এই মন্তব্য করেন ব্যবসায়ী ও ট্যাম্পার সম্মানসূচক কনসাল আদনান আসাদের আয়োজিত এক নৈশভোজে। মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি সিন্ধু নদে পানি প্রবাহ বন্ধ করার মতো কোনো অবকাঠামো তৈরি করে, পাকিস্তান তা ধ্বংস করে দেবে। তিনি দাবি করেন, পেহেলগাম হামলার পর এপ্রিল মাসে ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, তা ২৫ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে। তার ভাষায়- আমরা অপেক্ষা করব ভারত বাঁধ তৈরি করুক, তারপর সেটাকে ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেব। সিন্ধু নদ ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আলহামদুলিল্লাহ, আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই।

মুনির ভারতের সঙ্গে সাম্প্রতিক চার দিনের যুদ্ধের প্রসঙ্গ তোলেন এবং অভিযোগ করেন যে, দিল্লি তাদের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। তিনি বলেন, ভারতকে তার ক্ষয়ক্ষতি স্বীকার করতে হবে। খেলোয়াড়সুলভ মনোভাব একটি গুণ। পাকিস্তানও তাদের ক্ষতি প্রকাশ করবে যদি ভারত একই কাজ করে।

মুনির বলেন, আমরা শুরু করব ভারতের পূর্ব দিক থেকে, যেখানে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে। তারপর পশ্চিম দিকে অগ্রসর হব। হুমকির মাঝেই তিনি পাকিস্তানের বর্তমান দুরবস্থাও স্বীকার করেন। তার ভাষায়, ভারত হলো হাইওয়েতে দৌড়ানো এক ঝকঝকে মার্সিডিজ, আর পাকিস্তান হলো নুড়িপাথরে বোঝাই একটি ডাম্প ট্রাক। যদি ট্রাক গাড়িটিকে আঘাত করে, ক্ষতি কার হবে? পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যে তিনি বলেন, বলা হয় যুদ্ধ শুধু জেনারেলদের হাতে ছেড়ে দেয়া খুব গুরুতর বিষয়। কিন্তু রাজনীতিও কেবল রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেয়া খুব গুরুতর।

mzamin

No comments

Powered by Blogger.