নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার আবেদন তুলে নেয়ার দাবি নাকচ আইসিসি'র

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন প্রত্যাহারের দাবি নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু ও তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসির প্রধান কৌশলী করিম খান। উপত্যকাটিতে হামলার বিষয়ে আন্তর্জাতিক ওই আদালতের বিচার বিভাগের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার এখতেয়ার পর্যালোচনার সময় গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন জানায় তেল আবিব। তবে বুধবার সে আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি। এ খবর দিয়েছে মিডলইস্ট আই।

গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের সিদ্ধান্তটি গত ৯ই জুলাইয়ের। যেটি বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আইসিসি। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে আইসিসির তদন্তের আবেদন বাতিল করার অনুরোধও নাকচ করা হয়েছে। এ বছরের এপ্রিলে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন জানায় ইসরাইল। দেশটি বলেছে, ওই গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। তবে আইসিসি জানিয়েছে বিচার বিভাগের বিরুদ্ধে ইসরাইলি চ্যালেঞ্জ এখনও বিবেচনাধীন রয়েছে। আদালত এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো রায় দেয়া পর্যন্ত ওই পরোয়ানাগুলো জারি থাকবে বলে জানানো হয়েছে।  

ইসরাইলের যুদ্ধাপরাধের তদন্ত বন্ধ করতে আইসিসির ওপর ক্রমশ চাপ বাড়ছে। এ মাসের শুরুতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা নাটকীয়ভাবে আদালতকে হুমকি দিয়েছেন। সতর্ক করে বলেছেন, সকল বিষয় টেবিলে সমাধান হয়না। তিনি আরও বলেন, আইসিসিকে ঠেকাতে আমরা সকল ধরনের কূটনৈতিক, রাজনৈতিক এবং বৈধ উপায় ব্যাবহার করব। ফিলিস্তিনের জন্য জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজকে যুক্তরাষ্ট্রের মাটিতে নিষিদ্ধ করার আগে আইসিসির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেয়া হয়। 

mzamin

No comments

Powered by Blogger.