চুপিসারে পুরীর সাবেক সাংসদকে বিয়ে করলেন মহুয়া মৈত্র by সেবন্তী ভট্টাচার্য্য

বিয়ে করলেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিদেশে চুপিসারে বিয়ে করলেন কৃষ্ণনগরের এই সাংসদ। পাত্র ওড়িশার বিজু জনতা দলের সাবেক সাংসদ পিনাকী মিশ্রের। গত ৩০ মে, শুক্রবার জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন  মহুয়া মৈত্র। ৬৫ বছরের পিনাকী এবং ৫১ বছরের মহুয়া দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ। পিনাকী মিশ্র পুরী থেকে চারবার জয়ী হয়ে সংসদে জনপ্রতিনিধিত্ব করেন। বিয়ের খবর জেনে দলমত নির্বিশেষে সকলে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। 

শোনা যাচ্ছে, গত ৩ মে মহুয়া মৈত্রের বিবাহের একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, বার্লিনের প্রাসাদের সামনে পিনাকী মিশ্রর সঙ্গে হাত ধরে আসছেন সদ্য বিবাহিত মহুয়া। তার পরনে পিচ গোলাপি ও সোনালি রঙের  শাড়ি। গলায় চওড়া হার, কানে দুল, মাথায় টিকলি। বছর একান্নর মহুয়া বরাবরই রূপসী। বিয়ের ছিমছাম সাজে তাকে আরও সুন্দরী দেখাচ্ছিল। আর বর পিনাকী মিশ্রর পরনে সাদা কুর্তা, সোনালি জ্যাকেট। নবদম্পতিকে দেখে অবাক অনেকেই। শোনা গিয়েছে, বার্লিনে আইনি বিয়ে সারার পর মহুয়া তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই খবর জানান। তিনি যে পিনাকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন, তা তৃণমূলের সর্বোচ্চ নেত্রীকে জানিয়েছিলেন মহুয়া। তাঁর কাছ থেকে ‘ছুটি’ নিয়েই তিনি বিবাহ উপলক্ষে বিদেশে যান। জুন মাসের শেষে পিনাকী এবং মহুয়ার দেশে ফেরার কথা।

রাজনীতিতে উজ্জ্বল কেরিয়ার মহুয়া মৈত্রর। করিমপুরের বিধায়ক থেকে জেলায় দলের সাংগঠনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন। পরপর দু’বার কৃষ্ণনগর থেকে তৃণমূলের প্রার্থী হয়ে বড়সড় ব্যবধানে জিতেছেন। মহুয়া দীর্ঘ দিন ধরে  আমেরিকার একটি অর্থলগ্নি সংস্থায় কর্মরত ছিলেন। সংস্থার ভাইস প্রেসিডেন্টও ছিলেন তিনি। সেই সময় ড্যানিশ  ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে মহুয়ের প্রেমের সম্পর্ক  তৈরি হয়। পরে সেই প্রেম বিয়েতে পরিণতি পায়। পরে অবশ্য মহুয়ার সঙ্গে লার্সের বিবাহ বিচ্ছেদ হয়। অন্য দিকে, পিনাকীর প্রথম বিয়ে হয় ওড়িশা নিবাসী সঙ্গীতা মিশ্রের সঙ্গে। তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। তবে পিনাকীর সঙ্গে সঙ্গীতার পরে বিবাহবিচ্ছেদ হয়।

mzamin

No comments

Powered by Blogger.