সমুদ্রের তলদেশে ১ লাখ ৪০ হাজার বছরের বেশি পুরোনো শহরের খোঁজ

ইন্দোনেশিয়ার সমুদ্রের তলদেশে প্রায় ১ লাখ ৪০ হাজার বছরের বেশি পুরোনো শহর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। জাভা ও মাদুরা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী মাদুরা প্রণালিতে পলি ও বালুর স্তরের নিচে থাকা এই শহরে মানুষের প্রাচীন পূর্বপুরুষ হোমো ইরেক্টাসের খুলিও পাওয়া গেছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, সুন্দাল্যান্ড নামের একটি প্রাগৈতিহাসিক ভূমির অংশ ছিল শহরটি। একসময় এই এলাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল গ্রীষ্মমণ্ডলীয় সমভূমির অংশ ছিল। আর তাই শহরটির আশপাশে মানুষের খুলির হাড়ের পাশাপাশি কোমোডো ড্রাগন, মহিষ, হরিণ, হাতিসহ ৩৬ প্রজাতির প্রায় ৬ হাজার প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে। কিছু প্রাণীর জীবাশ্মে কাটা চিহ্ন রয়েছে, যা আদি মানুষের উন্নত শিকার কৌশলের প্রমাণ। নতুন এ আবিষ্কার প্রাচীন মানবজীবন ও হারিয়ে যাওয়া সুন্দাল্যান্ড সম্পর্কে বিভিন্ন তথ্য জানার সুযোগ করে দিয়েছে।

সমুদ্রের তলদেশে থাকা শহরটির বিষয়ে নেদারল্যান্ডসের লিডেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক হ্যারল্ড বার্গুইস বলেন, সেই সময় এই অঞ্চলে হোমিনিন জনসংখ্যার বসবাস ছিল। ১ লাখ ৪০ হাজার বছর ধরে পলির নিচে চাপা পড়ে থাকা একটি খুলি মানুষের প্রাচীন পূর্বপুরুষ হোমো ইরেক্টাসের সময়কার বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। এখান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আদি মানবজীবন সম্পর্কে জানা যাবে।

শহরটিতে দুটি হোমো ইরেক্টাস খুলির টুকরার মধ্যে একটি ফ্রন্টাল ও একটি প্যারিটাল হাড় রয়েছে। হাতির মতো বৃহৎ তৃণভোজী স্তন্যপায়ী এক প্রাণীর বিলুপ্ত প্রজাতির জীবাশ্মও শহরটিতে খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। বিলুপ্ত প্রজাতির প্রাণীটি লম্বায় ১৩ ফুট হলেও ওজন ছিল ১০ টনেরও বেশি।

সূত্র: ডেইলি মেইল

সমুদ্রের পলি ও বালুর স্তরের নিচে পুরোনো এক শহর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা
সমুদ্রের পলি ও বালুর স্তরের নিচে পুরোনো এক শহর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। ফাইল ছবি: পেক্সেলস

No comments

Powered by Blogger.