ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৩১

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে আরও ৩১ জন। এ ছাড়া উপত্যকাটিতে দু’মাস ধরে সহায়তা উপকরণ পৌঁছাতে বাধা দিয়ে যাচ্ছে দখলদাররা। এতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। ফলে অনাহারে দিন পার করছেন অসহায় ফিলিস্তিনিরা।  এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বুধবার গাজার তুফাহ এলাকায় আল-কারামা স্কুলে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে প্রাণ হারান ১৩ জন। জাবালিয়ার একটি বাড়িতে হামলা চালানো হয়। সেখানে নিহত হন তিনজন। আহত হন বেশ কয়েকজন। গাজার দক্ষিণে একটি বাড়িতে হামলা চালানো হয়। সেখানে এক ব্যক্তি ও তার সন্তানসহ নিহত হন আটজন। এ ছাড়া দেইর-আল-বালার একটি তাঁবুতে হামলা চালায় দখলদার বাহিনী। এক শিশুসহ সেখানে নিহত হন আরও তিনজন। বনি সুহেইলার একটি গ্রামে হামলা চালালে সেখানে এক দম্পতি নিহত হন। ইসরাইল একদিকে গাজায় প্রয়োজনীয় সহায়তা উপকরণ পৌঁছাতে বাধা দিয়ে আসছে। অন্যদিকে হামলার মাত্রা বাড়িয়েছে। এতে নাকাল অবস্থা গাজাবাসীর।

২রা মার্চ থেকে উপত্যকাটির উদ্দেশ্যে যাওয়া সকল সহায়তা উপকরণ প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরাইল। গাজায় সহায়তা দেয় এমন সংস্থাগুলো বলছে, সেখানে খাবারের সরবরাহ শেষের দিকে। গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ) সহায়তায় আশ্রয় নেয়া ছয় সন্তানের জনক এক নারী বলেন, আমাদের কাছে রুটি ছাড়া আর কোনো ধরনের খাবার নেই। এক্সের এক পোস্টে ইউএনআরডব্লিউএ বলেছে, ইসরাইলকে অবশ্যই অবরোধ তুলে নিতে হবে। এতে আরও বলা হয়, এই মানবিক বিপর্যয় যাতে নতুন মাত্রায় পৌঁছাতে না পারে এর জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। গাজায় মানবিক সংকটের অবসান ও আরেকটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে মিশর ও কাতার। উল্লেখ্য, প্রথম মেয়াদের যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশর ও কাতার মধ্যস্থতা করে।

হামাসের কাছে বন্দি জিম্মির মধ্যে ৩ জন জনের মৃত্যু হয়েছে: দাবি ট্রাম্পের

ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের মধ্যে মাত্র ২১ জন জীবিত আছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেন, তাদের কাছে বন্দি জিম্মিদের মধ্যে তিনজন মারা গেছেন। যাতে এখন জীবিত জিম্মির সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। তবে যেসব জিম্মি মারা গেছেন বলে দাবি করা হচ্ছে তাদের বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। যে ২৪ জন জিম্মি জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছিলো তাদের মধ্যে এডান আলেকজান্ডার নামে এক মার্কিন নাগরিকও ছিলেন। উল্লেখ্য, সোমবার গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দেয় ইসরাইল। একে অবশ্য জিম্মি মুক্তির জন্য হামাসের ওপর চাপ বৃদ্ধির পরিকল্পনা হিসেবে অভিহিত করে তারা। ইসরাইলের ওই পরিকল্পনা অনুমোদনের পরই জিম্মিদের বিষয়ে এমন তথ্য দিলেন ট্রাম্প। এদিকে দখলদার রাষ্ট্রটির পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় তাদের কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত হবে এবং তা আন্তর্জাতিক বিরোধিতারও সম্মুখীন হবে।

mzamin

No comments

Powered by Blogger.