ইসরাইলি হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত

শনিবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে নারী  ও শিশুসহ কমপক্ষে ৫৬ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এ খবর দিয়েছে গালফ টাইমস। এতে বলা হয়, ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসিতে শরণার্থী শিবির লক্ষ্য করে কামানের গোলা বর্ষণ করেছে ইসরাইল। এতে এক নারী নিহত এবং চার শিশু গুরুতর আহত হয়েছেন।

এছাড়া মধ্য গাজার বিভিন্ন এলাকায় বিমান চালিয়েছে তেল আবিব। এতে ওই অঞ্চলগুলোতে ১০ জনের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। পূর্ব গাজার কাছে অবস্থিত আল তুফাহ এবং আল মাগাজি শরণার্থী শিবির লক্ষ্য করে ব্যাপক গোলা বর্ষণ করেছে ইসরাইল। এছাড়া রাফাতেও ভয়াবহ হামলা চালানো হয়েছে। ভারী সামরিক সরঞ্জাম ব্যবহার করে শহরের উপকূলরেখা বরাবর হামলা চালিয়েছে ইসরাইল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা শুরু করে ইসরাইল। এতে এ পর্যন্ত ৫১ হাজার ১৫৭ নিহত এবং এক লাখ ১৬ হাজার ৭২৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। এখনও বহু ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে যাদের কোনো খোঁজ নেই। তারা বেঁচে আছেন কিনা সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

mzamin

No comments

Powered by Blogger.