মায়ের স্বপ্নপূরণে আমেরিকায় বাংলাদেশির মসজিদ নির্মাণ! by সিদ্দিকুর রহমান সুমন
তবে এই পথ চলা সহজ ছিলো না বলে জানান আরেক ভাই উদ্যোক্তা গোলাম রাব্বানী খান। তিনি বলেন, রিভারডেল এলাকাতে মুসলিম কমিউনিটির সংখ্যা বেশি না থাকায় অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। বাসা ভাড়া কিংবা বাসা ক্রয় করতে গেলে যখনই শুনেছে মসজিদের জন্য তখনই সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তবে মহান আল্লাহর পরিকল্পনা সেরা পরিকল্পনা।
তিনি চেয়েছিলেন, রিভারডেলে প্রথম মসজিদ হোক, তাই যে এলাকায় ১০ লাখ ডলারের নিচে বাসা নেই সেখানে মাত্র ৩ লাখ ডলারের মসজিদের জন্য বাসা ক্রয় করা হয়েছে।
গোলাম রাব্বানী খান জানান, মসজিদ ইতিমধ্যে স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। উদ্বোধনের পর এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আগামীতে মসজিদভিত্তিক একটি ইসলামিক সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
মায়ের ইচ্ছে পূরণে সন্তানদের মসজিদ প্রতিষ্ঠার আগ্রহ প্রশংসার দাবি রাখে। মুসলিম কমিউনিটির জন্য যেমন সুখবর তেমনি বাংলাদেশি হিসেবে আনন্দের সংবাদ বলে জানান যুক্তরাষ্ট্রের কমিউনিটি নেতা আমির উদ্দিন।
যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশিদের এই দৃষ্টান্ত একদিকে যেমন প্রেরণা দেবে মা-ভক্ত সন্তানদের, তেমনি মসজিদটি মুসলিম কমিউনিটিতে অবদান রাখবে যুগ যুগ ধরে-এমনটাই প্রত্যাশা করছেন সবাই।

No comments