'পাকিস্তান এবং চীনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে'
কথোপকথনের সময়, ইন্ডিয়া টুডের নিউজ পরিচালক রাহুল কানওয়াল জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে পাকিস্তানের সামরিক অবস্থান, নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি এবং গ্রীষ্ম ঘনিয়ে আসার সাথে সাথে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আন্তঃসীমান্ত অনুপ্রবেশের বিষয়ে বলতে গিয়ে স্থলসেনাপ্রধান জোর দিয়ে বলেন যে, পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটেই চলেছে। উপেন্দ্র দ্বিবেদীর কথায় ‘অনুপ্রবেশ থামার কোনো ইঙ্গিত পাওয়া গেছে? আদৌ কি কোনো ইঙ্গিত পাওয়া গেছে? উত্তর হলো- না। সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।’
দ্বিবেদীর কথায়, ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসবাদ মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ২০১৮ সাল থেকে সন্ত্রাসী ঘটনার সংখ্যা ৮৩ শতাংশ কমিয়েছে। উপত্যকায় জঙ্গিদলে নিয়োগ ব্যাপকভাবে কমে গেছে, মাত্র ৪৫ জন ব্যক্তি এখন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছে। একই সময়ে, অমরনাথ যাত্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষের অংশগ্রহণ দেখা গেছে। ভারতীয় সেনা দেশের উত্তর-পশ্চিমের এই উপত্যকায় সন্ত্রাসের পরিবর্তে পর্যটনের দিকে নজর ঘোরাতে পেরেছে। পাকিস্তান থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপেন্দ্র।
তিনি জানান, গত বছরে কাশ্মীরে যত জন জঙ্গিকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে ৬০ শতাংশই পাকিস্তানের নাগরিক। ফলে প্রতিবেশী দেশের কাছ থেকে অনবরত বহিরাগত হুমকির সম্মুখীন হচ্ছে ভারত। তার কথায়, ‘নিজেদের চরমপন্থার কারণেই ভুগছে পাকিস্তান। নিজেদের আরও গভীর সঙ্কটে ডুবিয়ে দিচ্ছে তারা। আমরা পাকিস্তানে স্থিতিশীলতা চাই, এটি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত হোক তা আমরা চাই না।'
সূত্র: ইন্ডিয়া টুডে

No comments