বিশ্বের প্রথম ঘোষিত সমকামী ইমাম, দক্ষিণ আফ্রিকায় গুলি করে খুন করল দুষ্কৃতিকারীরা
তবে প্রাথমিকভাবে অনুমান, মুহসিনের হত্যা আসলে টার্গেট কিলিং। আন্তর্জাতিক লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স এবং ইন্টারসেক্স অ্যাসোসিয়েশন এই হত্যার নিন্দা করেছে। ১৯৯৬ সালে নিজেকে সমকামী বলে ঘোষণা করেছিলেন মুহসিন হেনড্রিকস। তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এই শহরের কাছে সমকামীদের জন্য আল ঘুরবাহ নামের একটি মসজিদ নির্মাণ করেছিলেন এই ইমাম। ২০২২ সালে 'দ্য র্যাডিক্যাল' নামে একটি তথ্যচিত্রের বিষয় হেনড্রিকস পূর্বে তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করেছিলেন।
তিনি সংবাদপত্র গার্ডিয়ানকে বলেছিলেন যে, তাঁকে দেহরক্ষী নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কখনও আক্রমণকে ভয় পাননি এবং বরাবর সত্যের ওপর জোর দিয়ে গেছেন। ২৯ বছর বয়স পর্যন্ত হেনড্রিকস আরবি ভাষার শিক্ষক এবং ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতেন। মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী হেনড্রিকস আগে একজন নারীকে বিয়ে করেছিলেন, সন্তান জন্ম দিয়েছিলেন। কিন্তু তাঁর বাবার মৃত্যুর আট বছর পর পরিবারের কাছে হেনড্রিকসের সমকামী সত্তা প্রকাশ্যে আসে, ফলে তার বিবাহবিচ্ছেদ হয়।
সূত্র: লাইভমিন্ট

No comments