বিশ্বের প্রথম ঘোষিত সমকামী ইমাম, দক্ষিণ আফ্রিকায় গুলি করে খুন করল দুষ্কৃতিকারীরা

বিশ্বের প্রথম ইমাম নিজেকে সমকামী হিসাবে ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু মর্মান্তিক পরিণতি হল সেই ইমাম মুহসিন হেনড্রিক্সের।  দুষ্কৃতিকারীর গুলিতে ঝাঁজরা হয়ে গেল তাঁর শরীর। ইস্টার্ন কেপ পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তির সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন ওই ইমাম। সেসময়ে আচমকাই অন্য একটি গাড়ি চেপে আসে মুখ ঢাকা দুই দুষ্কৃতী। মুহসিনের গাড়ির দরজা আটকে দাঁড়ায় তারা, ফলে ওই ইমাম গাড়ি থেকে বেরোতে পারেননি। এহেন পরিস্থিতিতেই এলোপাথাড়ি গুলি চালিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। সঙ্গে সঙ্গে পালিয়ে যায় তারা। পরে গাড়ির চালক দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পিছনের সিটে পড়ে রয়েছে মুহসিনের দেহ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  পুলিশের দাবি, সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে।  

তবে প্রাথমিকভাবে অনুমান, মুহসিনের হত্যা আসলে টার্গেট কিলিং। আন্তর্জাতিক লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স এবং ইন্টারসেক্স অ্যাসোসিয়েশন এই হত্যার নিন্দা করেছে। ১৯৯৬ সালে নিজেকে সমকামী বলে ঘোষণা করেছিলেন মুহসিন হেনড্রিকস। তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এই শহরের কাছে সমকামীদের জন্য আল ঘুরবাহ নামের একটি মসজিদ নির্মাণ করেছিলেন এই ইমাম। ২০২২ সালে 'দ্য র‍্যাডিক্যাল' নামে একটি তথ্যচিত্রের বিষয় হেনড্রিকস পূর্বে তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করেছিলেন।

তিনি সংবাদপত্র গার্ডিয়ানকে বলেছিলেন যে, তাঁকে দেহরক্ষী নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কখনও আক্রমণকে ভয় পাননি এবং বরাবর সত্যের ওপর জোর দিয়ে গেছেন। ২৯ বছর বয়স পর্যন্ত হেনড্রিকস আরবি ভাষার শিক্ষক এবং ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতেন। মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী হেনড্রিকস আগে একজন নারীকে বিয়ে করেছিলেন, সন্তান জন্ম দিয়েছিলেন। কিন্তু তাঁর বাবার মৃত্যুর আট বছর পর পরিবারের কাছে হেনড্রিকসের সমকামী সত্তা প্রকাশ্যে আসে, ফলে তার বিবাহবিচ্ছেদ হয়।

সূত্র: লাইভমিন্ট

mzamin


No comments

Powered by Blogger.