বিশ্বজুড়ে 'ইসলামিক সন্ত্রাস' রুখতে যৌথভাবে কাজ করবে ভারত-আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার অভিযুক্ত তাহাব্বুর রানাকে ভারতে প্রত্যর্পণের ঘোষণা দিয়েছেন এবং বলেছেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তাদের দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমার প্রশাসন ২০০৮ সালের ভয়াবহ মুম্বাই সন্ত্রাসী হামলার সাথে জড়িত বিশ্বের অন্যতম অপরাধীকে  (তাহাব্বুর রানা) ভারতে বিচারের মুখোমুখি করার জন্য প্রত্যার্পণের অনুমোদন দিয়েছে। তিনি ভারতে ফিরে যাচ্ছেন।’

২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার সাথে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত এবং বর্তমানে লস অ্যাঞ্জেলেসের একটি কারাগারে বন্দী রানাকে ভারত প্রত্যর্পণের জন্য অনেকদিন ধরেই চাপ দিচ্ছে। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রানা পাকিস্তানি-আমেরিকান সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলির সাথে যুক্ত, যিনি ‘দাউদ গিলানি’ নামেও পরিচিত। হেডলি মুম্বাই সন্ত্রাসী হামলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। রানার বিরুদ্ধে হেডলি এবং সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা (এলইটি) কে এই হামলা চালানোর জন্য সহায়তা করার অভিযোগ রয়েছে।

হোয়াইট হাউসের ব্রিফিংয়ে সময় মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, বিশ্বজুড়ে উগ্র ইসলামিক সন্ত্রাসের হুমকি মোকাবেলায় ভারত ও আমেরিকা একসাথে কাজ করবে।

ইন্ডিয়া টুডে-র পররাষ্ট্র বিষয়ক সম্পাদক গীতা মোহনের এক প্রশ্নের জবাবে, যুক্তরাষ্ট্রে ভারতের বিরুদ্ধে কাজ করা ব্যক্তিদের, বিশেষ করে খালিস্তানিপন্থীদের প্রত্যর্পণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট  বলেন, ‘এ বিষয়ে আরও কিছু করার আছে। আমার মনে হয় না বাইডেন প্রশাসনের সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল... ভারত এবং বাইডেন প্রশাসনের মধ্যে এমন অনেক ঘটনা ঘটেছে যা উপযুক্ত ছিল না। আমরা একজন অত্যন্ত হিংস্র ব্যক্তিকে (তাহাব্বুর রানা) অবিলম্বে ভারতে ফিরিয়ে দিচ্ছি। আরও অনেক কিছু করার বাকি আছে। তাই, আমরা অপরাধ মোকাবেলায় ভারতের সাথে কাজ করতে চাই।’

প্রধানমন্ত্রী মোদি প্রত্যার্পণ অনুমোদনের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মোদি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সহযোগিতা করব। সীমান্তবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন। ২৬/১১ সন্ত্রাসী তাহাব্বুর রানাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের আদালত তাকে বিচারের আওতায় আনবে।’

অন্যান্য প্রত্যার্পণ অনুরোধের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন যে, এ বিষয়ে অনুরোধ করা রয়েছে, কিন্তু মিশ্রি কারোর নাম উল্লেখ করেননি। ইতিমধ্যে, দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

mzamin

No comments

Powered by Blogger.