মার্কিন নির্বাচনের ফলাফলে হতাশ আমেরিকানদের ১ ডলারে বাড়ি দিচ্ছে ইতালির একটি গ্রাম

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কেমন হতে চলেছে তা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা চলছে। এই আবহে ইতালীয় দ্বীপ সার্ডিনিয়ার একটি গ্রাম অভিনব সুযোগ এনে দিয়েছে। গ্রামীণ ইতালির অন্যান্য অনেক জায়গার মতো, ওলোলাই তার ভাগ্য পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় নেমেছে। গ্রামের জরাজীর্ণ বাসাগুলি মাত্র এক ডলারে বিক্রি করে দিচ্ছে তারা। ৫ নভেম্বর ভোটের ফলাফলের পরে তারা আমেরিকান প্রবাসীদের লক্ষ্য করে একটি ওয়েবসাইট চালু করেছে এই আশায় যে,  ফলাফলে যারা বিরক্ত তারা ইতালির গ্রামের এই  সস্তা বাসাগুলি কিনে নতুন করে বসতি স্থাপন করবে। ওয়েবসাইটের বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘আপনি কি বৈশ্বিক রাজনীতির দ্বারা ক্লান্ত ? নতুন  জীবনধারা গ্রহণ করতে চাইছেন? সার্ডিনিয়ার অত্যাশ্চর্য দ্বীপে আপনার স্বপ্ন নির্মাণের সময় এসেছে।’

মেয়র ফ্রান্সেসকো কলম্বু সিএনএনকে বলেছেন যে ওয়েবসাইটটি বিশেষভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষিতে আমেরিকান ভোটারদের আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল। তিনি বলেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভালোবাসেন এবং নিশ্চিত যে আমেরিকানরা তার সম্প্রদায়কে পুনরুজ্জীবিত করতে সাহায্য করার জন্য এগিয়ে আসবে।  ফ্রান্সেসকোর দাবি, ‘আমরা সত্যিই আমেরিকানদের উপর ফোকাস করতে চাই । আমরা অবশ্যই অন্য দেশের লোকদেরও এখানে আসতে আবেদন জানাচ্ছি। তবে আমেরিকানদের অগ্রাধিকার দেয়া হবে। গ্রামকে পুনরুজ্জীবিত করতে আমরা তাদের ওপর আস্থা রাখছি।’

ফ্রান্সেসকো কলম্বু বলেন যে, গ্রামটি এখন তিন স্তরের আবাসন সরবরাহ করছে। বিনামূল্যে অস্থায়ী বাসা, সংস্কার সহ এক-ইউরোর বাসা। কিছু বাসা আছে যার মূল্য  ১ লক্ষ  ইউরো (১লক্ষ ৫ হাজার ডলার)। মেয়র বলেছেন যে, তিনি আগ্রহী ক্রেতাদের ক্রয়ের প্রতিটি ধাপে গাইড করার জন্য একটি বিশেষ দল তৈরি করেছেন।  উপলব্ধ বাসস্থানগুলির জন্য উপযুক্ত ব্যক্তিগত ট্যুর সংগঠিত করা থেকে শুরু করে ঠিকাদার, নির্মাতা  এবং প্রয়োজনীয় কাগজপত্র নেভিগেট করা। সবেরই ব্যবস্থা থাকছে। উপলব্ধ খালি সম্পত্তির ফটো শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করা হবে। বিগত শতাব্দীতে, ওলোলাইয়ের জনসংখ্যা ২২৫০থেকে ১৩০০এ সঙ্কুচিত হয়েছে যেখানে প্রতি বছর মাত্র কয়েকটি শিশুর জন্ম হয়েছে। অনেক পরিবার কঠিন অর্থনৈতিক সময়ে, কাজ এবং উন্নত জীবনের সন্ধানে গ্রাম ছেড়েছে।

ওয়েবসাইটটি পূর্বশর্ত হিসাবে মার্কিন পাসপোর্ট থাকার কথা উল্লেখ করেনি, তবে মেয়র বলেছেন যে মার্কিন নাগরিকদের অন্যান্য জাতীয়তার সম্ভাব্য আবেদনকারীদের থেকে অগ্রাধিকার দেয়া হবে।মেয়র বলেছেন  বাসাগুলির তথ্যের অনুসন্ধানে ইতিমধ্যেই  ৩৮,০০০ আবেদন জমা পড়েছে, সবকটিই যুক্তরাষ্ট্র থেকে।

mzamin

No comments

Powered by Blogger.