ট্রাম্প জিততেই হলিউড তারকাদের অনেকে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার কথা ভাবছেন
একটি সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে যে, ‘সিস্টারহুড অফ দ্য ট্র্যাভেলিং প্যান্ট’ খ্যাত অভিনেত্রী তার সন্তানদের জন্য আরও ভাল জীবনের সন্ধানে রয়েছেন, যা যুক্তরাষ্ট্রে থেকে সম্ভব নয়। কমালা হেরে যাবার পর রীতিমতো বিধস্ত ফেরেরা নিউইয়র্ক পোস্টকে বলেছেন, 'আমেরিকা সত্যিই অসুস্থ তাই ডনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হচ্ছেন'।
শ্যারন স্টোনও ইতালিতে যাওয়ার কথা ভাবছেন। জুলাই মাসে, ‘বেসিক ইনস্টিনক্ট’ খ্যাত অভিনেত্রী মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার বিষয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে, ইতালিতে একটি বাসা কেনার কথা বিবেচনা করছেন। শ্যারনের অভিযোগ, তার জীবনে এই প্রথম তিনি কাউকে দেখলেন যে কেউ ঘৃণা ও নিপীড়নের মাধ্যমে অফিসের জন্য দৌড়োচ্ছে।
এদিকে, গার্ডিয়ানের সাথে ২০২৩ সালের একটি সাক্ষাত্কারে, ৭৮ বছর বয়সী গায়ক এবং অভিনেত্রী সেইসঙ্গে ট্রাম্পের একজন কট্টর সমালোচক চের বলেছেন, সাবেক প্রেসিডেন্টের নেতৃত্ব তার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছিল। ২০২৩ সালের একটি সাক্ষাত্কারে, ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেছিলেন, ‘আমি আলসারে ভুগছি। সে যদি আবার ক্ষমতায় আসে এইবার আমাকে দেশ ছাড়তে হবে।’
বৃটিশ অভিনেত্রী সোফি টার্নার, গেম অফ থ্রোনস -এ তার ভূমিকার জন্য বিখ্যাত। ট্রাম্পের সম্ভাব্য ক্ষমতায় প্রত্যাবর্তনের বিষয়ে তার প্রতিক্রিয়া ছিল ‘যদি এমনটা ঘটে আমি যুক্তরাজ্যে ফিরে যাবো।’
২০১৬ সালে ওভাল অফিসের জন্য ট্রাম্পের প্রথম দৌড়ের সময়, ‘দ্য ভিউ’-এ অভিনেতা রাভেন সাইমন জানিয়েছিলেন যদি একজন রিপাবলিকান নির্বাচনে জয়ী হন, তাহলে তিনি দেশ ছেড়ে চলে যাবেন। যদিও তিনি সেই সময়ে পালিয়ে যাননি, তবে এই সময়ে নিজের এবং স্ত্রী মিরান্ডা ম্যাডের ভবিষ্যত নিয়ে কি ভাবছেন তা এখনও প্রকাশ করেননি।
২২ বছরের বিলি আইলিশ প্রথম দিন থেকে হ্যারিসকে সমর্থন করে আসছেন। ফলাফল আসার পরে তার অনুগামীদের কাছে ইনস্টাগ্রাম স্টোরিজে গিয়ে লেখেন, ‘এটি নারীদের বিরুদ্ধে যুদ্ধ।’ সহশিল্পী আরিয়ানা গ্র্যান্ডে নির্বাচনের ফলাফল নিয়ে তার হৃদয়বিদারক কথা শেয়ার করার জন্য তার নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। তিনি লিখেছেন, ‘প্রতিটি ব্যক্তি আজ ফলাফলের পরিণাম অনুভব করছেন’।
ক্ষোভ ছড়িয়ে পড়েছে এক্সে -ও। ক্রিস্টিনা অ্যাপেলগেট প্ল্যাটফর্মে প্রকাশ করেছেন যে, তার ১৩ বছর বয়সী মেয়ে স্যাডি ফলাফলের জন্য ‘কাঁদছেন’।
সূত্র : নিউইয়র্ক পোস্ট
No comments