নারী স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতে আজ কলকাতায় 'রাত দখলের ডাক' by সেবন্তী ভট্টচার্য

পেছনে গাঢ় কালো অন্ধকার। সামনে রক্ত-রাঙা হাতে জ্বলজ্বল করছে একটা কাস্তে। যেন রাতের অন্ধকার চিড়ে জেগে উঠছে শানিত হাতিয়ার। এবার রাতের দখল নিচ্ছে মেয়েরা। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। একইসঙ্গে দাবি উঠেছে নারী স্বাধীনতারও। প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠিন-কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র।  আহ্বানকারীদের স্লোগান একটাই 'জাস্টিস ফর আর জি কর।' প্রাক-স্বাধীনতার রাতে, রাজ্যজুড়ে বিশাল অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। যে রাতে ভারত স্বাধীন হয়েছিল, এবার সেই রাতেই নারী স্বাধীনতার ডাক। বুধবার ঠিক রাত ১১.৫৫ মিনিটে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি ডাকা হয়েছে। তবে শুধু রাজ্যেই নয়, নির্যাতিতার  বিচার ও নারীর স্বাধীনতার দাবিতে ভারতের  বিভিন্ন প্রান্তেও উঠল রাত দখলের ডাক। মুম্বই ও বেঙ্গালুরুতেও আজ রাত দখল হবে।

রাত দখলের ডাক ছিল প্রথমে কলকাতার কয়েকটি অংশে। কিন্তু সমর্থন বাড়তেই তার বিস্তারও বাড়ে। জমায়েতের তালিকায় আরও জায়গা সংযোজন হয়। বিভিন্ন জেলাতেও রাত দখলের ডাক দেওয়া হয়েছে। এবার রাজ্যের গণ্ডি পার করেও পৌঁছল রাত দখলের ডাক।  

গত  বৃহস্পতিবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে ঘটে যায় নারকীয় সেই ঘটনা। তরুণী চিকিৎসকের ওপর পাশবিক অত্যাচারের ঘটনা সামনে আসার পর ফের একবার প্রশ্নের মুখে পড়েছে নারী নিরাপত্তা। আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে, সোশ্যাল মিডিয়ায় ডাক দেওয়া হয়েছে, 'মেয়েরা রাত দখল করো...The Night Is Ours।  সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয় এই আহ্বান। তাতে সাড়া দেন লক্ষ লক্ষ মানুষ। পুরুষ-নারী, নবীন-প্রবীণ নির্বিশেষে। তাতে সাড়া দেন তারকারাও। রিপোস্ট করেন। আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।  জমায়েতের ক্ষেত্রে যেমন রাজনৈতিক সংগঠনের পতাকা ‘নিষিদ্ধ’। আবার কোথাও বলা হয়েছে ‘রাজনৈতিক স্লোগান’ দেয়া যাবে না। শুধুমাত্র আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের জন্য ন্যায়বিচারের দাবি এবং নারীদের  নিরাপত্তার দাবিতেই স্লোগান সীমাবদ্ধ রাখতে হবে। কোথাও  বলা হয়েছে  মেয়েরাই শুধু   জমায়েতে আসুন। পুরুষদের আসার প্রয়োজন নেই।

No comments

Powered by Blogger.