ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির আলোচনা, ১০ এমওইউ সই

দ্বিতীয়বার ক্ষমতায় বসার পর প্রতিবেশী ভুটানে প্রথম সফরে গিয়ে শনিবার দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় মোদি তার প্রতিপক্ষকে থিম্ফুর অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতে ভুটানের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী হিসেবে এটা মোদির দ্বিতীয়বার ভুটান সফর। তিনি সেখানে ৭৪০ মেগাওয়াট মাংদেচ্ছু জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন এবং ভুটান-ভারত জলবিদ্যুৎ সহযোগিতার পাঁচ দশক পুর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

ভুটানের সঙ্গে শিক্ষা এবং অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা শেষে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে ভারত। এগুলোর মধ্যে রয়েছে এনআইটি শিলচরের সাথে ইউনিভার্সিটি অব ভুটানের এমওইউ। ফলে আসামের শিলচর প্রতিবেশী দেশের সাথে একত্রিতভাবে শিক্ষার পরিবেশ, মান উন্নয়নের ক্ষেত্রে এক বিরল সম্মান লাভ করেছে।

স্বাক্ষরিত মোট ১০টি এমওইউ’র মধ্যে ৪টি হল স্ট্যাম (সাইন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স) নিয়ে।

রয়েল ইউনিভার্সিটি অব ভুটানের সাথে এমওইউ সই হয় আইআইটি দিল্লি, আইআইটি মুম্বাই, কানপুর ও উত্তর পূর্বের একমাত্র শিলচর এনআইটি’র সঙ্গে।

No comments

Powered by Blogger.