১০ হাজার ডলারের কাছাকাছি পৌঁছেছে বিটকয়েনের মূল্য by নূর মাজিদ

২০১৯ সালে আবারো নতুন দরবৃদ্ধির রেকর্ড স্থাপন করেছে বিশ্বের সবচাইতে পুরোনো ও প্রতিষ্ঠিত ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। গত বৃহস্পতিবারে ভার্চুয়াল মুদ্রাটি ৯ হাজার ৫৯৯ ডলার দর অর্জন করে। এদিন বিশ্বের সর্ববৃহৎ এই ডিজিটাল মুদ্রা সর্বশেষ ৯ হাজার ৩৪৮ ডলারে কার্যদিবস শুরু করে, এরপর দীর্ঘক্ষণ এই দর স্থির ছিলো। কার্যদিবসের শেষ দিকে আকস্মিক উত্থান দেখা যায় মুদ্রাটির বাজারদরে। শেষ সময়ে ৯ হাজার ৫৯৯ ডলারের সামান্য কমে মুদ্রাটির দর।
এর আগে গত ১৮ জুন মুদ্রাটির দর কমে ৮ হাজার ৯১৯ মার্কিন ডলারে এসে দাঁড়ায়। তবে একইদিন আকস্মিক চাহিদা বৃদ্ধির কারণে ফের দর বেড়ে ৯ হাজার ডলারে উন্নীত হয়। এরপরে বিটকয়েনের দর আরো ৪ শতাংশ বাড়ে। বৃহস্পতিবার রাতের লেনদেনে এটি ৯ হাজার ৪শ ডলারে উন্নীত হয়। এরপর দেড় ঘণ্টা পর সাড়ে ৯ হাজার ডলার মূল্য অর্জন করে। তবে এই সংবাদ লেখা পর্যন্ত মুদ্রাটি ৯ হাজার ৫২৫ ডলারে স্থির ছিলো।
কয়েনমার্কেটক্যাপ সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় মুদ্রাটির লেনদেন ৯শ কোটি ডলারের হয়েছে। যা বিগত ৪শ দিনের মাঝে আরেক নতুন রেকর্ড।
সূত্র : কয়েন ডেস্ক।

No comments

Powered by Blogger.