আমরা প্রতিশোধ নেব: সৌদিকে হুথি নেতার হুমকি

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, সৌদি আরবের বিমান হামলায় দেশের জনগণের দৃঢ় প্রত্যয় দুর্বল হবে না বরং সৌদি আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিশোধমূলক হামলা চালাবে। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার নিন্দাও জানান তিনি।
আবদুল মালেক আল-হুথি বলেন, “শত্রুদের ঘৃণ্য অপরাধ ইয়েমেনের ইচ্ছাকে দুর্বল করতে পারবে না বরং তারা প্রকৃতপক্ষে শত্রুর আগ্রাসন মোকাবেলায় দৃঢ় প্রত্যয়ী রয়েছে।” তিনি বলেন, সানায় সৌদি আরবের সাম্প্রতিক হামলা হচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি সরকারের অপরাধের আরেকটি দৃষ্টান্ত। তাদের হামলার প্রধান শিকার হচ্ছে নারী, শিশু ও অসহায় বৃদ্ধ মানুষ। তাদের এই হামলা সারা বিশ্বের কাছে এখন পরিচিত ইস্যুতে পরিণত হয়েছে।”
গত বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায়। এতে কমপক্ষে সাতজন মারা গেছে যার মধ্যে কয়েকটি শিশু রয়েছে।  নিহতদের চারজন একই পরিবারের। হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

No comments

Powered by Blogger.