প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় ভারত-মিয়ানমার

এবারই প্রথম প্রতিবেশি দেশ ভারত ও মিয়ানমারের সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সোমবার থেকে ৫ দিনের এই সামরিক মহড়া শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, মেঘালয়ের রাজধানী শিলং থেকে ২৫ কিলোমিটার দূরে উমরোইতে এই যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য দেশের প্রথম এই যৌথ মহড়ায় মিয়ানমারের ১৫ এবং ভারতের ১৬ জন সেনা কর্মকর্তা অংশ নিচ্ছেন।

ভারতের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুমিত নিউটন সাংবাদিকদের জানান, দক্ষতা ও কৌশল বিনিময়ই এই যৌথ মহড়ার মূল উদ্দেশ্য। সেই সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দু’দেশের বাহিনী নিজেদের মধ্যে বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে চায়।

এই মহড়ায় জঙ্গি দমনের বিভিন্ন কৌশল বাড়তি গুরুত্ব পাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়। প্রশিক্ষণের তালিকায় প্রযুক্তির পাশাপাশি সেনা কর্মকর্তাদের সামরিক কৌশলও স্থান পাবে।

কর্নেল সুমিত জানান, দু’দেশের সেনা কর্মকর্তারা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এই যৌথ মহড়ার মাধ্যমে উপকৃত হবেন। মাত্র ৩ দিন আগেই মেঘালয় ও মিজোরামে ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া শেষ হয়েছে।

No comments

Powered by Blogger.