শাহরাস্তিতে বিরল প্রজাতির প্রাণী উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রাম থেকে বিরল প্রজাতির ৫ ফুট লম্বা একটি প্রাণী উদ্ধার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় গ্রামবাসীর পক্ষ থেকে এটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় ও প্রশাসনিক কর্মকর্তাদের ধারণা, এটি ইন্ডিয়ান পাম সিভেট (Indian palm Civet) বা গন্ধগোকুল। কারও কারও মতে, এটি ভোঁদড় হতে পারে। বিরল প্রজাতির এ প্রাণীটিকে দেখতে উৎসুক জনতা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ভিড় করে। রায়শ্রী গ্রামের মোল্লাবাড়ির মো. আবদুল মালেক বলেন, গত শনিবার তাঁদের বাড়ির পাশের একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে এলাকাবাসীর সহযোগিতায় প্রাণীটিকে উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক দুলাল চন্দ্র ঘোষ প্রাণীটির চিকিৎসার ব্যবস্থা করেন। পরে ইউএনওর নির্দেশে প্রাণীটিকে তাঁর কার্যালয়ে নিয়ে আসা হয়।মেহের ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহমেদ বলেন, প্রাণীটি বিরল প্রজাতির হতে পারে। ভারতের আসাম রাজ্যে এ ধরনের প্রাণী দেখা যায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষ বলেন, এটি গন্ধগোকুল। ইতিমধ্যে প্রাণীটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইউএনও মো. হাবীব উল্যাহ মারুফ বলেন, প্রাণীটির চিকিৎসা ও নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা বন বিভাগকে এটিকে অভয়াশ্রমে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা বন কর্মকর্তা মো. শাহ আলম বলেন, গতকাল প্রাণীটিকে কুমিল্লার রাজেশপুরে অবস্থিত অভয়াশ্রমে ছেড়ে দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.