‘সুইং বোলারদের মোকাবেলায় মানসিক প্রস্তুতি জরুরি’

ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ দু’দলেরই বোলিং আক্রমণ পেস-নির্ভর। জেমস অ্যান্ডারসন, ক্রিস ওকস, ট্রেন্ট বোল্ট, টিম সাউদির মতো পেসারদের মোকাবেলা করতে হবে টাইগার ব্যাটসম্যানদের। সুইং বোলারদের মোকাবেলার জন্য আগে থেকে প্রস্তুত থাকা জরুরি বলে মনে করেন বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। পেস বোলারদের বিপক্ষে ভালো কিছু ইনিংস খেলেছেন তার সঙ্গী আরেক ওপেনার তামিম ইকবাল। তামিমকে অনুসরণ করতে চান সৌম্য। ব্যাটিং অনুশীলনে সুইং সামলানো নিয়ে কাজ করছেন তিনি। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সৌম্য বলেন, ‘বোলাররা তো অবশ্যই সুযোগ নেবে। ব্যাটসম্যানদের সুইং দেখে বুঝেশুনে খেলতে হবে। বোলিং মেশিনে সুইং বাড়িয়ে অনুশীলনের সুযোগ রয়েছে আমাদের। তবে আমার মনে হয়, সুইং বোলিং খেলতে মানসিক প্রস্তুতিটা বেশি জরুরি।’
আগামী বছর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় খেলতে হবে বাংলাদেশকে। পেস সহায়ক উইকেটে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন সৌম্যও। তিনি বলেন, ‘ওখানে তো সব বাউন্সি উইকেট। ওদের ওখানে সুইং অনেক বেশি হবে। সেভাবে চিন্তা করেই প্রস্তুত হতে হবে। আমার মনে হয়, সুইং বল নিয়ে অনুশীলন করলে আমরা ভালো করব।’ গত বছর ওয়ানডে বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছিলেন সৌম্য। এরপর থেকেই ওয়ানডে ক্রিকেটে জাতীয় দলের হয়ে নিয়মিত আলো ছড়িয়েছেন। ১৬ ওয়ানডেতে ৪৯.৪২ গড়ে এক সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে তার রান ৬৯২। তবে টি ২০ ক্রিকেটে নজর কাড়তে পারেননি এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ১৯ ম্যাচে ১৫.৭৩ গড়ে রান ২৯৯।
টি ২০তে ব্যর্থ হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘টি ২০ অনেকদিন খেলেছি। চেষ্টা করছি এ সংস্করণেও ভালো করতে। তবে সফল হতে পারিনি। ভুল বেশি করেছি।’ ক্যারিয়ারের শুরু থেকে দুর্দান্ত খেলা সৌম্যর সর্বশেষ টি ২০ বিশ্বকাপ ভালো যায়নি। রানখরায় ভুগেছেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগেও খুব একটা ভালো করতে পারেননি। কয়েকটি বড় ইনিংসই তাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। তিনি বলেন, ‘অবশ্যই ইংল্যান্ডের বিপক্ষে নিজের আত্মবিশ্বাস কাজে লাগাতে চাই। সব ফরম্যাটেই পারফর্ম করতে হবে। পারফর্ম ছাড়া টিকে থাকা সম্ভব নয়।’ অনুশীলনে এখন নিজেদের সমস্যা নিয়ে কাজ করছেন ক্রিকেটাররা। সৌম্য বলেন, ‘সবার সমস্যা এক নয়। আমার যে সমস্যা ছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। ব্যাটিং সেশনে অনুশীলনের সময়ে চেষ্টা করব আরও উন্নতি করার।’

No comments

Powered by Blogger.