কাকার বেতন ৫৭ কোটি টাকা!

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন, এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ। পেয়েছেন বিশ্বসেরার স্বীকৃতি। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে কাকা এখন আলো ছড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস)। দু’হাত ভরে তার প্রতিদানও পাচ্ছেন অরল্যান্ডো সিটির ব্রাজিলীয় তারকা। ৩৪ বছর বয়সেও কাকার বার্ষিক বেতন ৭১ লাখ ৬৭ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৭ কোটি টাকা! মার্কিন লীগের ফুটবলারদের মধ্যে কাকার বেতনই সর্বোচ্চ।
গত বছরও এমএসএলের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত খেলোয়াড় ছিলেন এই ব্রাজিলীয় মিডফিল্ডার। বৃহস্পতিবার প্রকাশিত এমএলএসের প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ বেতনপ্রাপ্ত খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সেবাস্তিয়ান গিওভিনকো। টরেন্টো এফসির ইতালিয়ান ফরোয়ার্ডের বার্ষিক বেতন ৭১ লাখ ১৫ হাজার ডলার। তিনে আছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের অধিনায়ক মাইকেল ব্র্যাডলি। এরপরই আছেন ইউরোপের চার নক্ষত্র স্টিভেন জেরার্ড, ফ্র্যাংক ল্যাম্পার্ড, আন্দ্রে পিরলো ও ডেভিড ভিয়া। ইউরোপের সঙ্গে তুলনা করলে অবশ্য এমএলএসের বেতন কাঠামোকে অস্বাভাবিক কিছু মনে হবে না। কাকার বেতন যেখানে ৭১ লাখ ডলার, সেখানে বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির বার্ষিক আয় ৭১ মিলিয়ন ডলার! এএফপি।

No comments

Powered by Blogger.