পাকিস্তানে সন্ত্রাসবাদ নির্মূল করা গেলেই আফগান বিজয় সম্ভব

আফগানিস্তানে গত এক বছরে নিরাপত্তা পরিস্থিতির নাটকীয় অগ্রগতি হয়েছে। পাকিস্তানে জঙ্গি-ত ৎপরতা নির্মূল করা গেলেই আফগান বিজয় সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন গত রোববার বিবিসিকে দেওয়া সাক্ষা ৎকারে এসব কথা বলেন।
আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে তালেবানের হামলা বেড়ে যাওয়ার ঘটনাকে ‘বিপদসংকেত’ উল্লেখ করে মুলেন বলেন, ‘আমি আমার চোখের সামনে আক্ষরিক অর্থেই অগ্রগতি দেখতে পাচ্ছি। এক বছর আগের তুলনায় নাটকীয় পরিবর্তন এসেছে। তবে উদ্বেগের বিষয়ও রয়েছে।’
মুলেন বলেন, ‘এখনো সেখানে নিরাপত্তা-ঝুঁকি রয়েছে এবং বিশেষ করে সাম্প্রতিক সময়ে সহিংসতা বেড়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। এবার তারা আবারও লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করছে।’
মুলেন বলেন, পাকিস্তান সীমান্তে জঙ্গিদের ‘নিরাপদ স্বর্গ’ থাকায় ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীকে (আইএসএএফ) এখনো অনেক সমস্যায় পড়তে হয়। আফগান যুদ্ধে সাফল্যের জন্য জঙ্গিদের ওই সব ‘নিরাপদ স্বর্গ’ চিহ্নিত করতে হবে।

No comments

Powered by Blogger.