ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২৫

ইরাকের আল-কাদিশিয়া প্রদেশের দিওয়ানিয়াহ শহরে গতকাল মঙ্গলবার দুটি গাড়িবোমা হামলায় ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন। প্রদেশের গভর্নরের বাড়ির কাছে একটি নিরাপত্তা-চৌকিতে এ হামলা চালানো হয়।
সরকারি কর্মকর্তারা জানান, হতাহত লোকজনের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে গভর্নর সালাম হুসেন আলওয়ান হামলায় আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
দিওয়ানিয়াহর নিরাপত্তা পরিষদের প্রধান কারিম ইসঘাইর জানান, নিরাপত্তা-প্রহরীদের পালা পরিবর্তনের সময় হামলার ঘটনা ঘটে।
শহরের প্রধান হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, তারা ২০টি মৃতদেহ পেয়েছে। এ ছাড়া কমপক্ষে ৩৫ জন আহত মানুষ চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। তাদের অধিকাংশই পুলিশ।
সম্প্রতি ইরাকে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে। বাগদাদসহ বিভিন্ন এলাকায় গত সোমবার কয়েকটি হামলা হয়। এসব হামলায় তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার পরই আবার নিরাপত্তা-চৌকিতে গতকাল হামলার ঘটনা ঘটল।

No comments

Powered by Blogger.