ঊষার টানা তৃতীয় জয়

প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র। জার্মান কোচ গেরহার্ড পিটার আর বিদেশী খেলোয়াড়দের দলে ভিড়িয়ে জায়ান্ট হয়ে ওঠেছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবও। তাই নিঃসন্দেহে এ দু’দলের মুখোমুখি মানেই বড় ম্যাচ। তবে জিতেছে কিন্তু ঊষাই। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংসকে ৪-১ গোলে হারায় ঊষা ক্রীড়া চক্র। ফলে প্রথমবারের মতো হারের তিক্ততা নিয়ে মাঠ ছেড়েছে মেরিনার ইয়াংস। দিনের অন্য ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবও একই ব্যবধানে (৪-১ গোল) হারায় বাংলাদেশ রেলওয়েকে। আগে দেশী খেলোয়াড়দের ওপর ভরসা করলেও দু’দিন আগেই পাঁচ পাকিস্তানিকে পেয়েছে ঊষা। তাই তাদের শক্তিও বেড়েছে। ম্যাচের মধ্যেই তা স্পষ্ট। ঊষার হয়ে মাঠে যখন খেলেছেন পাঁচ পাকিস্তনি আলিম বেলাল, মো. ইরফান, আলি শান, সেজদ কাশিফ ও আশফাক নেওয়াজ, তখন মেরিনার ইয়াংসের হয়ে মাঠে ছিলেন একমাত্র বিদেশী কেনিয়ান ওকিয়ো। শক্তির ভারসাম্যে তাই অনেকটাই পিছিয়ে থেকেই মাঠে নামে মেরিনার, শক্তির তারতম্যাটা ধীরে প্রভাবিত করতে থাকে খেলার গতিকে। স্বাভাবিকভাবেই চালকের আসনে ছিল ঊষা। শুরু থেকেই আধিপত্য বিস্তার করার চেষ্টা করে ঊষা। ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল পায় ঊষা। কৃষ্ণ কুমারের পুশে আসা বল স্টপ করান সারওয়ার। সেই বলে ড্র্যাগ করেন পাকিস্তানি ডিফেন্ডার আলিম বেলাল।
মেরিনারের গোলকিপার মেহরাব হোসেন কিরণকে পরাস্ত করে বল ঠাঁই নেয় জালে (১-০)। ম্যাচে সমতা আনার চেষ্টায় যখন পুরো মনোনিবেশ করেছে মেরিনার্স, তখন দ্রুত গাতির একটি পাল্টা আক্রমণে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় ঊষা। একক নৈপুণ্যে এ গোলটি করেন পুস্কর খিসা মিমো। বাঁপ্রান্ত দিয়ে বল নিয়ে তিনি ঢুকে পড়েন মেরিনার্সের রক্ষণভাগ এলাকায়। ব্যাকলাইনের ওপর দিয়ে স্টিকের মোচড়ে বল নিয়ে চলে আসেন পোস্টের ফিট কয়েক দূরে। আলতো পুশ করেন। বল কিরণের প্যাডে লেগে অতিক্রম করে গোললাইন (২-০)। দ্বিতীয়ার্ধেও ঊষার আধিপত্য অব্যাহত থাকে। ৫৫ মিনিটে আলী শানের স্কয়ার পাসে ফাঁকা পোস্টে গোল করতে ব্যর্থ হন সারওয়ার। এর কিছুক্ষণ পর পুস্কর খিসা মিমো নিপ্পনকে একা পেয়েও বল মারেন তার প্যাডে। খেলার শেষদিকে ব্যবধান কমায় মেরিনার্স। ফজলে হোসেন রাব্বির পুশে বল স্টপ করান শিশির। ওই বলে নিচু ড্র্যাগ করেন আশরাফুল ইসলাম। জোরের ওপর নেয়া ড্র্যাগ কোনো সুযোগ দেয়নি নিপ্পনকে (১-২)। কিন্তু এতেই সন্তুষ্ট থাকেনি ঊষা। ম্যাচের শেষ সারোয়ারের ফ্লিকে হাসান যুবায়ের নিলয়ের হিটে বল আছড়ে পড়ে গোলবোর্ডে (৩-১)। আর শেষ মিনিটে কৃষ্ণ কুমার হতোদ্যম মেরিনার্সের হারের কফিনেও শেষ পেরেকটি ঠুকে দেন (৪-১)। এর ফলে টানা তিন ম্যাচ জিতল ঊষা।

No comments

Powered by Blogger.