ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে তিনটি শিশু।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, রিও গ্র্যানডে ডো সুল অঞ্চলের নোভো হামবার্গো শহরে ভূমিধসে বেশ কিছু বাড়িঘর চাপা পড়ে। এখানেই মাটিচাপায় মারা যায় তিন শিশু। সাপুকাইয়া ডো সুলে বিদ্যুতের তার ছিঁড়ে তড়িতাহত হয়ে একজন এবং ভবন ধসে নিহত হয়েছেন আরেক কৃষক। তা ছাড়া ইগরেজিনহা, ফাজেন্দা ভিলা নোভা ও সাপুকাইয়া ডো সুল অঞ্চলে বন্যায় পাঁচজনের প্রাণহানি হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, ইগরেজিনহায় বেশ কিছু বাড়িঘর মাটিচাপা পড়ে। এতে দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা বন্যাকবলিত এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। রিও গ্র্যানডে ডো সুল অঞ্চলের পোর্টো অ্যালেগ্রেতেও বন্যার খবর পাওয়া গেছে। এখানকার প্রায় এক লাখ বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

No comments

Powered by Blogger.