ভয়াবহ ভূমিকম্পের এক বছর আজ

নেপালের রাসুয়া জেলার ল্যাংট্যাং উপত্যকায় একটি চা-ঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় রসদ খচ্চরের সাহায্যে বহন করছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। স্থানটি এখন একটি ছোট কবরস্থান ছাড়া আর কিছুই নয়। ২০০৫ সালের ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে পর্বত-সংলগ্ন এ অঞ্চলে হিমবাহ, তুষারপাত ও শিলাবৃষ্টিতে ধ্বংসস্তূপে পরিণত হয় উপত্যকাটি (ডানে)। ভূকম্পনের তাণ্ডবে কাঠমান্ডুর ধারাহারা টাওয়ার ধসের পাশে ঠায় দাঁড়িয়ে রয়েছেন এলাকাবাসী (বাঁয়ে)। আজ এক বছর পরও সে ক্ষত শুকায়নি এএফপি

No comments

Powered by Blogger.