ভারতে প্লাস্টিকের গরু প্রদর্শনীতে পুলিশের অভিযান

প্লাস্টিক দিয়ে তৈরি একটি গরু হিলিয়াম বেলুন থেকে বাতাসে ঝুলছে - ভারতে রাজস্থানের এক প্রদর্শনীতে এটা তুলে ধরার পর পুলিশ সেখানে অভিযান চালিয়েছে।
স্থানীয় হিন্দুদের কাছ থেকে এবিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই প্রদর্শনীতে হানা দেয়।
সংবাদদাতারা বলছেন, সত্যিকারের বড়ো আকারের একটি গরু বাতাসে ঝুলছে এরকম এক প্রদর্শনী হিন্দুদের জন্যে আক্রমণাত্মক – এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশের কর্মকর্তারা জয়পুরহাট আর্ট মিউজিয়ামে অভিযান চালায়।
সেখান থেকে পুলিশ দু’জন শিল্পীকে আটক করে।
উগ্র হিন্দুত্ববাদীরা পরে ঝুলন্ত প্লাস্টিক গরুটিকে নিচে নামিয়ে আনে।
পুলিশ ওই গরুটিকে জব্দ করেছে।
তবে তার আগে ওই গরুটির গলায় ফুলের মালা পরিয়ে তার পূজা করা হয়েছে।
রাজস্থানের শিল্পীরা এই অভিযানের নিন্দা করেছে।
সংবাদদাতারা বলছেন, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতে যে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে চিত্র প্রদর্শনীতে পুলিশের এই অভিযান তারই ইঙ্গিত দিচ্ছে।
এই শিল্পকর্মটি যিনি তৈরি করেছেন সেই শিল্পী সিদ্দার্থা কারারওয়াল বলেছেন, প্লাস্টিক ব্যাগের জঞ্জালের কারণে ভারতে গরুদের কি ধরনের কষ্ট হচ্ছে সেটা তুলে ধরতেই তিনি এটা তৈরি করেছিলেন।
গরুর গোশত খাওয়ার অভিযোগে সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে একজন মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সূত্র : বিবিসি

No comments

Powered by Blogger.