সত্তরোর্ধ্ব লন্ডনি নাসিরের সঙ্গে অষ্টাদশী শিরিনের বিয়ে, সিলেটে তোলপাড়

বরের বয়স ৭০ কিংবা তার একটু বেশি। আর কনের বয়স ১৮। বয়সের ফারাক অসম। কিন্তু পরিবারের সিদ্ধান্তেই সত্তর বছরের নাসির উদ্দিনকে স্বামী হিসেবেই গ্রহণ করলেন কনে শিরিন বেগম। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগরে। ঢাকঢোল পিঠিয়ে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে তাদের। স্বামী নাসির উদ্দিন লন্ডন প্রবাসী। এটি তার দ্বিতীয় বিয়ে। জানা গেছে, নাসিরউদ্দিনের স্ত্রী, এক মেয়ে (২১) ও এক ছেলে (১৯) আছে। ইতিমধ্যে তিনি নিজের মেয়েকেও বিয়ে  দিয়েছেন। আত্মীয়রা জানিয়েছেন, সম্প্রতি লন্ডন থেকে গোলাপগঞ্জ উপজেলার নিজ বাড়িতে আসেন নাসির উদ্দিন। দেশে এসেই তিনি বিয়ের কথাবার্তা শুরু করেন। নানা স্থানে শুরু করেন পাত্রী দেখা। বয়স যাই হোক, পাত্র তো লন্ডনের। এ কারণে অনেক পরিবার থেকে তার কাছ থেকে আসে বিয়ের সম্বন্ধ। অবশেষে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পারভীন বেগমকে লন্ডনি নাসির উদ্দিনের পছন্দ হয়। পরে অভিভাবকদের সঙ্গে কথাবার্তাতেও বনিবনা হয়। এ কারণে গেলো বুধবার রাজনগর উপজেলার বাসিন্দা আলদা মিয়ার মেয়ে শিরীন বেগম (১৮)’র সঙ্গে বিয়ে সম্পন্ন হয় নাসির উদ্দিনের। বিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয় রাজনগর উপজেলার করিবুন নেছা কমিউনিটি সেন্টারে। বিয়ের মোহরানা হিসেবে নাসির নগদ ৫ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণ দিয়েছেন। নাসির উদ্দিন নববধূকে নিয়ে সিলেটের বিমানবন্দর থানাধীন ছালেহপুর গ্রামের নিজ বাড়িতে উঠেছেন।

No comments

Powered by Blogger.