কাঠমান্ডুতে কাঠ কিনতে শত শত লাইন

তীব্র জ্বালানি সংকটে কাঠ সরবরাহের ঘোষণা দিয়েছে নেপাল সরকার। ভারত-নেপাল সীমান্তে চলমান অঘোষিত অবরোধের কারণে এ সংকট তীব্রতর হয়েছে বলে সোমবার এএফপি জানায়। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জ্বালানি তেলের পরিবর্তে কাঠ সরবরাহের ঘোষণা দিলে কাঠমান্ডুর শত শত মানুষ জ্বালানি কাঠ কিনতে লাইন দিয়ে দাঁড়ায়। এদিকে রাষ্ট্র পরিচালিত টিম্বার কর্পোরেশনের ম্যানেজার বীরেন্দ্র কুমার এদাব বলেন, যতক্ষণ পর্যন্ত না জ্বালানি তেল সংকট সমস্যা নিরসন হচ্ছে ততক্ষণ আমরা কাঠ সরবরাহ করব। রোববার ৪৪ হাজার কিলোগ্রাম কাঠ ক্রয় করা হয়েছে বলে জানান তিনি। তবে দেশের এমন সংকটে প্রতিবেশী অন্যান্য দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা করছেন শর্মা।
জ্বালানি আমদানি করতে এরই মধ্যে প্রতিবেশী দেশ চীনের প্রতিষ্ঠান পেট্রোচায়নার সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নেপাল অয়েল কর্পোরেশন (এনওসি)। এছাড়া আরও জ্বালানির উৎস খোঁজা হচ্ছে বলে জানান শর্মা। এদিকে নেপাল সীমান্তবর্তী ভারতের বীরগঞ্জে চলমান সহিংসতায় অঘোষিত অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। রোববার এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে অলি বলেন, আমি ভারত সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চলমান অবরোধ তুলে নিয়ে দু’দেশের সীমান্ত দিয়ে প্রয়োজনীয় মালামাল সরবরাহ ও মজুদ করার আহ্বান জানাচ্ছি। আর এতে দু’দেশের বহুদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নীতিবাচক প্রভাবমুক্ত থাকবে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, চলমান সহিংসতা ও অনানুষ্ঠানিক অবরোধ দেশটির অর্থনৈতিক ও সমাজিক ক্ষেত্রে ভূমিকম্পের চেয়ে ভয়াবহ ক্ষতি করছে।

No comments

Powered by Blogger.