গুগলের গোপন ইন্টারভিউ
প্রতিদিনই আমরা নানান বিষয়ে গুগলে সার্চ করে থাকি। কিন্তু, তাই বলে গুগল সার্চ করতে গিয়ে চাকরি হয়ে যেতে পারে গুগলেই?
এমনটাও সম্ভব? হ্যাঁ, সম্ভব।
কারণ ঢাক পিটিয়ে নয়, গোপনেই ইন্টারভিউ নিচ্ছে গুগল। এমন ঘটনাই ঘটেছে ম্যাক্স রোসেটের সাথে।
ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে দীর্ঘদিন কাজ করছেন তিনি। সম্প্রতি একটি বিশেষ প্রজেক্টের কাজ করছিলেন তিনি। সেই সূত্রেই একদিন গুগল সার্চ করতে হচ্ছিল তাকে। প্রায়ই এমনটা করে থাকেন, নতুন বিষয় নয়। কিন্তু, সেদিন এক অদ্ভুত ঘটনা ঘটল।
সার্চ ইঞ্জিনে লিখেছিলেন, “Python lambda function list comprehension”. এটা তার কাজের বিষয়। স্বাভাবিক যেভাবে লিংক আসে, তা তো এলোই। পাশাপাশি, এলো “You’re speaking our language. Up for a challenge?”
চ্যালেঞ্জ নিতে সাত-পাঁচ না ভেবেই সেখানে ক্লিক করেছিলেন। আর তারপর ম্যাজিক। একের পর এক প্রোগ্রামিং করতে দেয়া হলো তাকে।
এমনটাও সম্ভব? হ্যাঁ, সম্ভব।
কারণ ঢাক পিটিয়ে নয়, গোপনেই ইন্টারভিউ নিচ্ছে গুগল। এমন ঘটনাই ঘটেছে ম্যাক্স রোসেটের সাথে।
ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে দীর্ঘদিন কাজ করছেন তিনি। সম্প্রতি একটি বিশেষ প্রজেক্টের কাজ করছিলেন তিনি। সেই সূত্রেই একদিন গুগল সার্চ করতে হচ্ছিল তাকে। প্রায়ই এমনটা করে থাকেন, নতুন বিষয় নয়। কিন্তু, সেদিন এক অদ্ভুত ঘটনা ঘটল।
সার্চ ইঞ্জিনে লিখেছিলেন, “Python lambda function list comprehension”. এটা তার কাজের বিষয়। স্বাভাবিক যেভাবে লিংক আসে, তা তো এলোই। পাশাপাশি, এলো “You’re speaking our language. Up for a challenge?”
চ্যালেঞ্জ নিতে সাত-পাঁচ না ভেবেই সেখানে ক্লিক করেছিলেন। আর তারপর ম্যাজিক। একের পর এক প্রোগ্রামিং করতে দেয়া হলো তাকে।
সপ্তাহ দুয়েক ধরে সেসব শেষ করে সাবমিট করলেন ম্যাক্স। তখনো তার মাথায় ঢুকছিল না ঠিক কি হতে চলেছে।
এরপরই তাকে যোগাযোগ করতে বলা হলো। ই-মেইল করে পাঠাতে বলা হলো সিভি। সে সবই করলেন ম্যাক্স।
হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এভাবেই গুগলে চাকরি পেলেন তিনি। নিয়োগের সব রকম প্রক্রিয়া শেষ হওয়ার পর হাতে এলো নিয়োগপত্র।
চাকরি পেয়ে ম্যাক্স বলেন, কখনো ভাবেননি তিনি এতোটা দক্ষতা যে, গুগলে আবেদন করতে পারেন। কিন্তু গুগল সেটা ভুল প্রমাণ করে দিলো।
আর এভাবেই সামনে এসেছে গুগলের গোপন ইন্টারভিউ ব্যবস্থা। সুতরাং, গুগল সার্চ করার আগে আপনিও তৈরি থাকুন। যেকোনো আসতে পারে চাকরির অফার।
এরপরই তাকে যোগাযোগ করতে বলা হলো। ই-মেইল করে পাঠাতে বলা হলো সিভি। সে সবই করলেন ম্যাক্স।
হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এভাবেই গুগলে চাকরি পেলেন তিনি। নিয়োগের সব রকম প্রক্রিয়া শেষ হওয়ার পর হাতে এলো নিয়োগপত্র।
চাকরি পেয়ে ম্যাক্স বলেন, কখনো ভাবেননি তিনি এতোটা দক্ষতা যে, গুগলে আবেদন করতে পারেন। কিন্তু গুগল সেটা ভুল প্রমাণ করে দিলো।
আর এভাবেই সামনে এসেছে গুগলের গোপন ইন্টারভিউ ব্যবস্থা। সুতরাং, গুগল সার্চ করার আগে আপনিও তৈরি থাকুন। যেকোনো আসতে পারে চাকরির অফার।
No comments