চীনের বাড়াবাড়ি থামাবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে এবার চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে উসকে দিল মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। বেইজিংয়ের বাড়াবাড়ি থামাতে ওয়াশিংটনকে ভূমিকা রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই পত্রিকাটি। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস পত্রিকার সম্পাদকীয়র জবাবে মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় বোর্ড একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইলে চীন প্রস্তুত-গ্লোবাল টাইমসের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয়তে বলা হয়েছে, চীনের বিপজ্জনক উসকানিতে যুক্তরাষ্ট্রের জবাব দেয়া উচিত। চীনের বিতর্কিত দ্বীপাঞ্চলে মার্কিন গোয়েন্দা বিমানের ওড়াউড়িকে বৈধ ও যথার্থ বলেছে পত্রিকাটি। গত সপ্তাহে সিএনএনের এক সাংবাদিককে নিয়ে মার্কিন নজরদারি বিমান পি-৮এ ঘুরে আসে স্পার্টলি দ্বীপপুঞ্জে। এ সময় ওই অঞ্চলে বেইজিংয়ের সামরিক স্থাপনাগুলোর ভিডিও করে গোয়েন্দা বিমান। পরদিন ভিডিওটি প্রকাশ করা হয়। চীনা নৌবাহিনী ওই মার্কিন বিমানকে আটবার সতর্ক করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই আচরণকে দায়িত্বহীন ও ভীষণ বিপজ্জনক বলে অভিহিত করে। সোমবার গ্লোবাল টাইমস এক সম্পাদকীয়তে জানায়, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ বন্ধ না করলে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। ওয়াশিংটন পোস্ট বলছে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর অধিকার চুরি করে চীন তার সীমানাবহির্ভূত অঞ্চলে বিমান ঘাঁটি, সমুদ্রবন্দর ও সামরিক স্থাপনা বানাচ্ছে। এশিয়ার সংবেদনশীল ওই সমুদ্রসীমায় গায়ের জোরে আধিপত্য বিস্তার করছে বেইজিং। মার্কিন কর্মকর্তার মতে, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় ২০০০ একর এলাকায় কৃত্রিম দ্বীপ তৈরি করেছে বেইজিং। স্পার্টলি দ্বীপপুঞ্জের ওই এলাকায় মালিকানার দাবি করছে ফিলিপিন্স, ভিয়েতনাম, ব্র“নেই, তাইওয়ান ও মালয়েশিয়া। মার্কিন নৌবাহিনী প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ডজনখানেক ড্রিল নৌযান নিয়ে সাগর খোঁড়া হচ্ছে। বসানো হয়েছে রাডার ও এয়ারস্ট্রিপ। প্রতিবেশী দেশগুলোর আপত্তিতে মোটেই কান দিচ্ছে না চীন। ১৯৪০ দশকের একটি হটকারী মানচিত্রের আলোকে দক্ষিণ চীন সাগরের উপকূল থেকে ২০০ মাইল এলাকাকে নিজেদের বলে দাবি করছে বেইজিং। অথচ জাতিসংঘ স্বীকৃত নিয়মানুযায়ী শুধু একটি দেশ মাত্র ১২ মাইল পেতে পারে। আর গ্লোবাল টাইসম বলছে, চীন তার প্রকল্প বাস্তবায়ন করবেই। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এখানে পণ্ডশ্রম হবে। এ অবস্থায় আঞ্চলিক সীমানার মালিকানা দাবি করা প্রতিবেশী দেশগুলোকে ঐক্যবদ্ধ করে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ভূমিকা রাখার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন পোস্ট। বেইজিংয়ের বিপজ্জনক উসকানি তৎপরতা থামাতে হবে ওয়াশিংটনকেই।

No comments

Powered by Blogger.