গুহায় মুদ্রা

২৬টি অমূল্য ধাতব মুদ্রা আবিষ্কৃত হয়েছে
রোমান ও প্রস্তরযুগের ২৬টি অমূল্য ধাতব মুদ্রা আবিষ্কৃত হয়েছে। যুক্তরাজ্যের ডার্বিশায়ারের ডোভেডেলের একটি গুহায় দুই হাজার বছরের বেশি পুরোনো মুদ্রাগুলো হঠাৎ এক ব্যক্তির চোখে পড়ে। তিনি সেখানে চারটি মুদ্রা পান। এরপরই সেখানে পুরোদমে খননকাজ শুরু হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই দুই সভ্যতার মুদ্রা একই স্থান থেকে পাওয়ার ঘটনা এটাই প্রথম। যুক্তরাজ্যের ন্যাশনাল ট্রাস্টের প্রত্নতাত্ত্বিক র্যাচেল হল বলেন, মুদ্রাগুলো দেখে এগুলোর মালিকদের বিত্তবৈভব ও ক্ষমতা কেমন ছিল, তা বোঝা যায়। বিবিসি

No comments

Powered by Blogger.