ভালোবাসা দিবস
যুগ পাল্টেছে! কলতলা থেকে কুড়ানো মুঠোভর্তি ফুল কিংবা গাঁটের কড়ি বাঁচিয়ে কেনা দু/তিন তোড়া ‘সাদামাটা’ গোলাপে প্রেয়সির খোঁপা ভরলেও মন ভরে না- মন ভোলানো কি এতই সস্তা! ভালোবাসা প্রদর্শনের এ আধুনিক তত্ত্ব সম্পর্কে বোধহয় চীনারাই বেশি সচেতন।
তাইতো যুবসমাজের মনোস্কামনা পূরণে ‘ভালোবাসা দিবস’ উপলক্ষে বিত্তমদে ভরা অভিজাত উপহার সামগ্রীর চাকচিক্যে ভরে উঠেছে রাজধানী বেইজিং’র শপিংমল। এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল স্বর্নগোলাপ এবং স্যামনদানি (স্যামন মাছ দিয়ে তৈরি)। বিক্রেতাদের তথ্যমতে, দামের বাহারে খ্যাত এই দুটি ব্যতিক্রমী উপহারেরই এবার কাটতি বেশি

No comments