সস্তা সফটওয়্যার দিয়েই বাজিমাত স্নোডেনের

এডওয়ার্ড স্নোডেন
সস্তা ধরনের সফটওয়্যার দিয়েই মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নেটওয়ার্ক থেকে গোপন নথি সংগ্রহ করেছিলেন প্রতিষ্ঠানটির সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। স্নোডেন কীভাবে গোপন নথি সংগ্রহ করেছেন, তা খতিয়ে দেখতে তদন্ত করছে ওয়াশিংটন। ওই তদন্তকাজে সম্পৃক্ত গোয়েন্দা কর্মকর্তারা জানান, তাঁরা সিদ্ধান্তে পৌঁছেছেন এ কাজের জন্য স্নোডেন ‘ওয়েব ক্রলার’ সফটওয়্যার ব্যবহার করেন। এ জাতীয় সফটওয়্যার কম দামি ও সারা বিশ্বেই পাওয়া যায়। এমন সফটওয়্যার নিজের কাছে রাখতে এনএসএর কর্মকর্তাদের চ্যালেঞ্জের মুখেও পড়েন তিনি। নিউইয়র্ক টাইমস।

No comments

Powered by Blogger.