মারণাস্ত্র একে-৪৭ এর উদ্ভাবকের মৃত্যু

আগ্নেয়াস্ত্রের মধ্যে যেটিকে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যর কারণ হিসেবে দেখা হয়, সেই একে-৪৭ এর উদ্ভাবক মিখাইল কালাশনিকভ মারা গেছেন। রাশিয়ার ইউরাল পর্বতমালার কাছে নিজের শহর ইজভেস্কের একটি হাসপাতালে সোমবার তার মৃত্যু হয় রুশ কর্তৃপক্ষকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে। ৯৪ বছর বয়সে মারা যাওয়া কালাশনিকভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই মাত্র ২০ বছর বয়সে একে-৪৭ রাইফেলের নকশা তৈরি করেন,
যদিও জীবনে কখনও স্কুলে পা রাখা হয়নি তার। চরম বিরূপ পরিবেশেও ঠিকমতো গুলি বের হওয়ার বিষয়ে অদ্বিতীয় এই রাইফেল খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষ করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের গেরিলা যোদ্ধাদের কাছে। ১৯৪৯ সালে সোভিয়েত সামরিক সেনাদের প্রধান অস্ত্র হিসেবে অ্যাসল্ট রাইফেল অন্তর্ভুক্ত হয়। এখন পর্যন্ত রাশিয়ার নিরাপত্তা বাহিনী ও পুলিশ এই অস্ত্র ব্যবহার করে আসছে।

No comments

Powered by Blogger.