গ্রেফতার করলে ইতালিতে বিপ্লব ঘটবে : বার্লুসকোনি

কর জালিয়াতির জন্য এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বৃহস্পতিবার বলেছেন, তাকে জেলে দেয়া হলে ইতালিতে ‘বিপ্লব’ ঘটে যাবে। কর জালিয়াতির এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বার্লুসকোনি চলতি বছরের গোড়ার দিকে তার পার্লামেন্ট সদস্য পদ হারান। রোমে নিজ বাসভবনে ইউরোপ-১ রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, তারা এটি করতে পারবে না। করলে ইতালিতে বিপ্লব ঘটে যাবে।’ তিনি বলেন, ‘আমি মনে করি, আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো কঠিন হবে। আমি আগামী নির্বাচনে বিরাট সংখ্যাগরিষ্ঠতা পাবো। আর সর্বোপরি আমার যথেষ্ট বয়স হয়েছে। আমি কোনো কিছুকে ভয় পাই না।’ বার্লুসকোনি দেশ ছাড়ার কোনো পরিকল্পনার কথা অস্বীকার করে বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি।
দেশ থেকে পালিয়ে গিয়ে আমি একজন দেশপ্রেমিক ও রাজনীতিবিদ হিসেবে আমার ভূমিকার অবসান ঘটাতে পারি না।’ ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বৃহস্পতিবার বলেছেন, তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলে অভ্যুত্থান সৃষ্টি হয়ে যেত। গত মাসে সিনেট থেকে বহিষ্কৃত হওয়ায় পর সংসদীয় বিশেষ নিরাপত্তা সুবিধা হারিয়েছেন তিনি। ৭৭ বছর বয়সী এ মিডিয়া ম্যাগনেট কর কেলেংকারিতে অভিযুক্ত প্রমাণিত হওয়ায় সংসদের আসন হারান। ৪ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ইতিমধ্যে এক বছর পার হয়ে গেছে। সংসদ আসন হারানোর ফলে এখন আর বিশেষ সুরক্ষা সুবিধা পাচ্ছেন না তিনি। কাজেই অন্যান্য দুর্নীতি ও অপরাধ মামলায় গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে এখন।

No comments

Powered by Blogger.