চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে নিহত ৩, রোববার হরতাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গভীর রাতে পুলিশের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। রাতে আনুমানিক ৩টার দিকে শ্যামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের হকিমের ছেলে মাদ্রাসা ছাত্রশিবির কর্মী অলিউল্লাহ (১৪),
বাবুপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মতিউর রহমান মতি (৪৫) ও  ভাদু মণ্ডলের ছেলে রবিউল ইসলাম রবু (২৫)। এসময় পুলিশের গুলিতে অন্তত ৫০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার দোয়া দিবস ও রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কানসাট পল্লী বিদ্যুতে আগুন দেয়ার মামলার আসামিদের ধরতে রাত পৌনে ৩টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ শ্যামপুরের গোপালনগর মোড়ে যায়। এসময় জামায়াত-বিএনপি’র কর্মীসহ গ্রামবাসী পুলিশকে ঘিরে ফেলে। পরে সকাল সাড়ে ৫টার দিকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ শতাধিক গুলি বর্ষণ করলে ৩ জন নিহত ও ৫০ জন আহত হয়। এই সংবাদ লেখা পর্যন্ত নিহতদের লাশ নিজ নিজ বাড়িতে ছিল। বর্তমানে ৮ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব-বিজিবি ও পুলিশ ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নিরাপদ দূরত্বে রয়েছে। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক ও শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মিজানের সাথে যোগাযোগ করা হলে তারা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। এই ঘটনাটি সকালে জানাজানি হলে জামায়াত-শিবির চাঁপাইনবাবগঞ্জ শহরে মিছিল বের করে এবং চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপরাজারামপুর ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা মোড়ে সড়কে ব্যারিকেড দেয়। এসময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেয়ায় পরিবহন মালিক-শ্রমিকরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে যানবাহন চলাচল বন্ধ রেখেছে।

No comments

Powered by Blogger.