পঁচা ২৭০ ডিগ্রি মাথা ঘোরাতে পারে

পেঁচা উভয় দিকে ২৭০ ডিগ্রি কোণ পর্যন্ত মাথা ঘোরাতে পারে। এতে পাখিটির ঘাড় ও মাথার ধমনিতে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ অব্যাহত থাকে।
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অবস্থিত জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
মার্কিন চিকিৎসাবিজ্ঞানী ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ফিলিপ গেইললাউড বলেন, পেঁচারা দ্রুতগতিতে এবং অনেকখানি বাঁকিয়ে মাথা চক্রাকারে ঘোরানো সত্ত্বেও তাদের মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয় না। মাথা চক্রাকারে ঘোরানোর সঙ্গে সঙ্গে তাদের ধমনি সংকুচিত হয়ে যায়। সম্ভবত পেঁচার মাথায় কিছু রক্ত সংরক্ষিত অবস্থায় থাকে। সেখান থেকে সাময়িকভাবে মস্তিষ্ক ও চোখে রক্ত পৌঁছে যায়। এএফপি।পেঁচা উভয় দিকে ২৭০ ডিগ্রি কোণ পর্যন্ত মাথা ঘোরাতে পারে। এতে পাখিটির ঘাড় ও মাথার ধমনিতে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অবস্থিত জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
মার্কিন চিকিৎসাবিজ্ঞানী ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ফিলিপ গেইললাউড বলেন, পেঁচারা দ্রুতগতিতে এবং অনেকখানি বাঁকিয়ে মাথা চক্রাকারে ঘোরানো সত্ত্বেও তাদের মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয় না। মাথা চক্রাকারে ঘোরানোর সঙ্গে সঙ্গে তাদের ধমনি সংকুচিত হয়ে যায়। সম্ভবত পেঁচার মাথায় কিছু রক্ত সংরক্ষিত অবস্থায় থাকে। সেখান থেকে সাময়িকভাবে মস্তিষ্ক ও চোখে রক্ত পৌঁছে যায়। এএফপি।

No comments

Powered by Blogger.