সমকামীবিষয়ক নীতিমালা পর্যালোচনা করবে চার্চ অব ইংল্যান্ড

ইংল্যান্ডে সমকামী পুরুষদের যাজক (বিশপ) হিসেবে নিয়োগের ব্যাপারে সংশ্লিষ্ট নীতিমালাটি পর্যালোচনা করবে চার্চ অব ইংল্যান্ড।
সম্প্রতি কৌমার্যব্রত গ্রহণ করা সত্ত্বেও কেবল সমকামী হওয়ার কারণে সাউথওয়ার্কের বিশপ পদের জন্য প্রত্যাখ্যাত হন জেফ্রি জন নামের এক যাজক। এরপর চার্চের সমকামীবিষয়ক নীতিমালাটি পর্যালোচনার প্রয়োজন দেখা দেয়।
উল্লেখ্য, ইংল্যান্ডে সমকামী যুগলদের সাধারণ দম্পতিদের মতো আইনি অধিকার দেওয়া হয়েছে। চার্চবিষয়ক আইনজীবীরা নতুন আইনের উল্লেখ করে সতর্ক করে দেন, কৌমার্যব্রত গ্রহণকারী যাজকেরা সমকামী হলেও যোগ্যতা থাকলে তাঁদের নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য আরোপ করা যাবে না।

No comments

Powered by Blogger.