এবার ‘সোনিয়া আম’

শচীন আম ও ঐশ্বরিয়া আমের পর ভারতের খ্যাতনামা উদ্যান বিশেষজ্ঞ হাজি কালিমুল্লাহ খান এবার নতুন প্রজাতির আম উৎপাদন করেছেন। তিনি এর নাম দিয়েছেন ‘সোনিয়া আম’।
ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর নামের সঙ্গে মিল রেখে এই আম চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাজারে আসবে বলে কালিমুল্লাহ জানান। আমটি দেখতে সোনালি রঙের, খেতে দারুণ সুস্বাদু।
উত্তর প্রদেশের মালিহাবাদ অঞ্চলের বাসিন্দা কালিমুল্লাহ (৭০) দীর্ঘদিন ধরে কলম করে নানা প্রজাতির ফল উৎপাদন নিয়ে গবেষণা করছেন। গত বছর মে মাসে শচীন আম বাজারে ছেড়েছেন। উৎপাদন করেছেন ঐশ্বরিয়া আমও।
গোটা ভারতজুড়ে রয়েছে কালিমুল্লাহর সুনাম। প্রতিবছরই তিনি গবেষণা করে নতুন নতুন ফল উৎপাদন করছেন।
কালিমুল্লাহ তাঁর নতুন প্রজাতির আম নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। তিনি নিজ হাতে ‘সোনিয়া আম’ তুলে দিতে চান কংগ্রেস সভানেত্রীর হাতে।
কালিমুল্লাহ শত বছরের একটি গাছে ১৯৮৭ সাল থেকে এ পর্যন্ত তিন শতাধিক প্রজাতির আম উৎপাদন করেছেন। এ জন্য তিনি পদ্মশ্রী খেতাব পেয়েছেন। তিনি বলেন, ‘এই ব্যবসায় আমাদের পরিবারের রয়েছে দেড় শ বছরের ইতিহাস। এই গাছটিতে আমি আরও নানা প্রজাতির ফল উৎপাদন করতে চাই।’

No comments

Powered by Blogger.