‘নিরাপদ ব্যক্তির’ হাতে ক্ষমতা ছাড়তে রাজি সালেহ

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ শর্তাধীনে ক্ষমতা ছাড়তে রাজি। তিনি তাঁকে উৎখাতের চেষ্টা প্রতিহতের অঙ্গীকার করে বলেছেন, রক্তপাত এড়াতে ‘নিরাপদ কোনো ব্যক্তির’ হাতে তিনি ক্ষমতা ছাড়তে চান। গতকাল রাজধানী সানায় কয়েক হাজার সমর্থকের উদ্দেশে তিনি এ কথা বলেন।
এদিকে সালেহর পদত্যাগ দাবিতে গতকাল শুক্রবার সানায় জুমার নামাজের পর হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। সালেহর সমর্থকদের হাতে ৫০ জনের বেশি মানুষ নিহত হওয়ার এক সপ্তাহ পর বিরোধীরা এই বিক্ষোভের ডাক দেয়। সানা বিশ্ববিদ্যালয়ের কাছে ২১ ফেব্রুয়ারি থেকে তাঁবু খাটিয়ে অবস্থান করছেন প্রেসিডেন্টের বিরোধীরা। গতকাল তাঁদের এই বিক্ষোভস্থলের পাশেই প্রেসিডেন্টের অনুগতরা তাঁর পক্ষে স্লোগান দেন। তাঁরা ‘জনগণ আলী আবদুল্লাহকে চায়’ বলে স্লোগান দিতে থাকে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে সেনা ও পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সালেহ বলেন, ‘যেকোনোভাবে হোক, আমরা ইয়েমেনের নিরাপত্তা, স্থিতিশীলতা ও স্বাধীনতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।’ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি নিজেকে রক্ষার সব চেষ্টা করবেন বলে জানান।

No comments

Powered by Blogger.