যুক্তরাজ্যে গাদ্দাফির কোটি কোটি পাউন্ডের সম্পদ জব্দ করা হবে

যুক্তরাজ্যে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির রাখা শত শত কোটি পাউন্ডের সম্পদ খুব শিগগিরই জব্দ করা হবে। গতকাল শুক্রবার যুক্তরাজ্যের পত্রিকা টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
সরকারবিরোধী বিক্ষোভের কারণে লিবিয়ায় আটকে পড়া অন্তত ৫০০ জন ব্রিটিশ নাগরিক দেশটি ত্যাগ করতে সক্ষম হয়েছেন। ব্রিটিশ সামরিক বিমান ও নৌবাহিনীর যুদ্ধজাহাজে করে তাঁরা লিবিয়া ত্যাগ করেন।
টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের বিভিন্ন ব্যাংকে গাদ্দাফির শত শত কোটি পাউন্ড থাকতে পারে। এ ছাড়া বাণিজ্যিক সম্পত্তি এবং লন্ডনে তাঁর এক কোটি পাউন্ড মূল্যের বিলাসবহুল একটি বাড়ি রয়েছে। ব্রিটিশ সরকার দেশটিতে গাদ্দাফির সম্পদ অনুসন্ধানে একটি দল গঠন করেছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, লিবিয়া থেকে ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপর যুক্তরাজ্যে গাদ্দাফির সম্পদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাজ শুরু হয়েছে।

No comments

Powered by Blogger.