মালয়েশিয়ায় নারীর জীবন বাঁচাতে দক্ষিণ কোরিয়ার দুই পর্যটকের মৃত্যু

মালয়েশিয়ায় সমুদ্র উপকূলে এক নারীর জীবন বাঁচাতে গিয়ে গত শনিবার পানিতে ডুবে দক্ষিণ কোরিয়ার দুই পর্যটক মারা গেছেন। ওই নারী তাঁদের ২৪ সদস্যবিশিষ্ট পর্যটক দলের সদস্য ছিলেন। গতকাল রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর এএফপির।
মারা যাওয়া দুই পর্যটকের নাম কিম সাং হিউন (২০) ও জাং ইউ হান (২৪)।
নিউ স্ট্রেইটস টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, ২৪ সদস্যবিশিষ্ট দক্ষিণ কোরিয়ার পর্যটক দলটি গত শনিবার সারায়াক রাজ্যের সমুদ্র উপকূলের সান্তুবং রিসোর্টে আসে। সমুদ্রের বিপজ্জনক অবস্থার নির্দেশ, লাল পতাকা দেখার পরও পর্যটকেরা গোসল করতে সমুদ্রে নামেন। তখনই এ দুর্ঘটনা ঘটে।
জেলার উপপুলিশ প্রধান মান কোক কিয়ং জানান, সমুদ্রে নেমে পর্যটক দলের এক নারী বিপদে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়ে দুই পর্যটক পানিতে তলিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করা গেলেও দুই পর্যটককে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি।

No comments

Powered by Blogger.