ফ্যাব্রিগাসকে চায় বার্সা

কথাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে—বার্সেলোনা সেস ফ্যাব্রিগাসকে চায়। ব্রিটিশ পত্রিকা দ্য সান-এর খবর ঠিক থাকলে আগামী মৌসুমেই বার্সেলোনায় দেখা যেতে পারে এই স্প্যানিশ প্লে-মেকারকে।
বার্সেলোনায় শিক্ষানবিশ হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু ১৯৯৭ সালে। ২০০৩ সালে সেখান থেকেই পাড়ি জমান ইংল্যান্ডে। নাম লেখান আর্সেনালে। এখন ‘ঘরের ছেলে’কে ঘরে ফিরিয়ে নিতে চায় বার্সা। তবে এর জন্য তারা কত টাকা খরচ করবে বলতে পারছেন না বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। ‘অনেক কারণেই সেস ফ্যাব্রিগাসকে চাই আমরা। আগামী মৌসুমে ছেলেটিকে পাওয়ার লড়াইয়ে নামবে বার্সেলোনা। চুক্তির জন্য টাকাটা ঠিক হবে মার্চেই’—দ্য সান লাপোর্তাকে উদ্ধৃত করেছে এভাবেই।
লাপোর্তা টাকার অঙ্ক না বললেও পত্রপত্রিকার খবর অনুযায়ী, ফ্যাব্রিগাসকে পেতে বার্সেলোনা ৪০ মিলিয়ন পাউন্ড খরচ করতে প্রস্তুত।

No comments

Powered by Blogger.