করাচিতে গাড়িবোমা হামলায় পুলিশসহ নিহত ৮

পাকিস্তানের বাণিজ্যিক নগর করাচিতে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় ছয় পুলিশ সদস্যসহ আটজন নিহত হয়েছেন। তবে চৌধুরী মোহাম্মদ আসলাম খান নামের ওই কর্মকর্তা অক্ষত আছেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
করাচিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আসলাম খান। শহরে ইসলামি জঙ্গিদের অবস্থান খুঁজে বের করে এই ইউনিট।
আসলাম খান সাংবাদিকদের জানান, ‘আমার বাড়ি লক্ষ্য করে একটি গাড়িবোমা হামলা চালানো হয়েছে। আমাকে তেহরিক-ই-তালেবান গোষ্ঠী অনেক দিন ধরেই হত্যার হুমকি দিয়ে আসছিল। এ হামলায় তারাই জড়িত।’ তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
পুলিশ কর্মকর্তা নাইম শাইখ জানান, পুলিশের ছয় সদস্য আসলাম খানের বাড়িটি পাহারা দিচ্ছিলেন। হামলায় ৩০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন ফুটেজে দেখা যায়, হামলায় আসলাম খানের বাড়ির আশপাশের কয়েকটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে এবং বাড়ির সামনে আট ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে।

No comments

Powered by Blogger.