নবনির্বাচিত এমপিদের বরণ প্রক্রিয়া শুরু

ভারতের লোকসভা সচিবালয় নতুন সদস্যদের (এমপি) স্বাগত জানানোর বরণ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। লোকসভার প্রায় ২৪টি শাখা এজন্য প্রায় এক মাস ধরে কাজ করছে। সোমবার নয় দফা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। ১৬ মে ভোট গণনার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এদিকে পূর্বপ্রস্তুতি হিসেবে লোকসভা সচিবালয় নতুন করে ম্যানুয়েল, বুকলেট, কার্যপ্রণালী বিধিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছাপিয়েছে। সংসদীয় বিধি মোতাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে সিনিয়রকে খণ্ডকালীন স্পিকার নিয়োগ করবেন। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ অনুযায়ী ২ জুন লোকসভার নতুন স্পিকার নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি খুব সম্ভবত ৪ জুন লোকসভার প্রথম অধিবেশনের শুরুতে রাজ্যসভা এবং লোকসভার যৌথসভায় ভাষণ দেবেন। ৩১ মের মধ্যে ১৬তম লোকসভার প্রথম অধিবেশন আহ্বান করতে হবে।
কারণ ওই দিন ১৫তম লোকসভার মেয়াদ শেষ হবে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই নবনির্বাচিত সদস্যরা ভারতের রাজধানী দিল্লিতে আসা শুরু করলে তাদের বিমানবন্দর, রেলস্টেশনসহ বিভিন্ন এন্ট্রি পয়েন্টে লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে স্বাগত জানানো হবে। নতুন সদস্যরা তাদের ব্যক্তিগত তথ্য প্রদান করে চিকিৎসাসেবা, পরিচয়পত্র, যানবাহনসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন। এজন্য তাদের ২০টার মতো ফরম পূরণ করতে হবে। তাদের জন্য পার্লামেন্ট ভবনের একটি কক্ষে অস্থায়ী ফটো স্টুডিও স্থাপন করা হয়েছে। সেখানে নতুন সদস্যরা তাদের পরিচয়পত্রের জন্য ছবি তুলবেন। সূত্র মতে, অশোকা হোটেল এবং বিভিন্ন রাষ্ট্রীয় অতিথি ভবনে নবনির্বাচিত সদস্যদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিদায়ী সদস্যরাও যাতে নতুনদের জন্য তাদের সরকারি বাসা ছেড়ে দেন সে জন্য বলা হবে। নতুন সদস্যদের স্বাগত জানানোর জন্য সংসদ সচিবালয় পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন এজেন্সির মধ্যে সমন্বয় করবে। ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু, হিন্দুস্থান টাইমস

No comments

Powered by Blogger.